আরও কপি পড়তে ফলো করুন – https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
‘ডানকি’র এই গানের রচয়িতা প্রীতম। রাজু হিরানি এবং সদ্য প্রয়াত পরিচালক সঞ্জয় গাধভীর সঙ্গে আলাপের স্মৃতি ছুঁয়ে দেখেছেন তিনি। জানান, রাজুর মারফতই তাঁর সঙ্গে সঞ্জয়ের পরিচয়। সঞ্জয়ই তাঁকে প্রথম ছবিতে কাজের সুযোগ দেন। সেই প্রিয় বন্ধুর জন্মদিনেই মুক্তি পেল ছবির গানটি।
আরও পড়ুন: ‘সুশান্তের শ্রাদ্ধে পর্যন্ত যাইনি…’, প্রাক্তন প্রেমিককে নিয়ে বিস্ফোরক অঙ্কিতা
আরও পড়ুন: ওজন বেড়ে গিয়েছে সৌমিতৃষার! ছবি মুক্তির আগে ‘মিঠাই’-এর আফসোস? কী বললেন তিনি
স্বমহিমায় প্রত্যাবর্তন করে বক্স অফিসে ঝড় তুলেছেন কিং খান। তাঁর ‘পাঠান’ আর ‘জওয়ান’ ছবি প্রচুর আয় করেছে। তবে ভক্তদের চোখ এখন তাঁর আরও একটি ছবির দিকে। কারণ বড়দিনে মুক্তি পাচ্ছে ‘ডানকি’। আর রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি নিয়ে আগেই শুরু হয়েছিল জোর চর্চা। এই ছবিতে শাহরুখের অভিনয় দক্ষতা দেখতে পাবেন ভক্তরা। অভিনেতার জন্মদিনেই এই ছবির টিজার প্রকাশ করা হয়েছে।