তাঁর কাটোয়ার বাড়িতে ডায়েরি ভর্তি দেবের ছবি৷ সেই দেবই আজ তাঁর পাশে৷ একই মঞ্চে৷ সেই মঞ্চ জি-এর মঞ্চ৷ শ্রুতি কৃতজ্ঞ জি-এর কাছে৷ মন্দারমণি থেকে সদ্য ফিরেই তিনি চলে গিয়েছিলেন শ্যুটিংয়ে৷ অনেককিছু ভেবেছিলেন বলবেন৷ কিন্তু কিছু আর বলা হল কই! তবে শ্রুতি খুশি৷ জীবনের কাছে এর থেকে বেশি আর কিছু চান না তিনি৷
advertisement
আরও পড়ুন- পেটের মধ্যে কাঁচি রেখেই সেলাই করে দিলেন চিকিৎসকরা! কী হল রোগীর, দেখুন ছবিতে
সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল রান্নাঘরে৷ এসেছিলেন মায়ের সঙ্গে৷ সবুজ শাড়িতে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী৷ ফিরেছেন সমুদ্র সফর থেকে৷ সেখানেও সঙ্গে ছিল পরিবার, কাছের মানুষেরা৷ মন এমনই ফুরফুরে৷ বাবার শরীরও এখন ভাল৷ আর তার উপর এই সব পেয়েছির দেশ৷ সব মিলিয়ে শ্রুতির বর্ষবরণ বেশ ভালই৷ শ্রুতি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন-
"দেব- গঙ্গা বক্ষে নববর্ষ পালন, স্বপ্নপূরণের আর এক ধাপ..."