কালীপুজো ও দিওয়ালি রয়েছে এই সপ্তাহে৷ বিভিন্ন রিয়েলিটি শো-তেই সেই কথা মাথায় রাখা হয়েছে৷ ডান্স ডান্স জুনিয়র সিজন -৩ তেও থাকছে চমক৷ এই শো-তে বিচারকে ভূমিকায় দেখা যায় দেব, রুক্মিনী মৈত্র৷ মনামী ঘোষ৷ এই সপ্তাহেই থাকছে সারপ্রাইজ৷
advertisement
এদিকে এই অনুষ্ঠানের যে টিজার রিলিজ হয়েছে তা সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে৷ ডোনা সেখানে ভাসান নাচ নিয়ে একেবারে স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে নিজের মত দিয়েছেন৷ সাধারণত ডোনা খুবই গাম্ভীর্য বজায় রাখেন ও মূলত ট্র্যাডিশানাল নাচেই তাঁকে দেখা যায়৷ কিন্তু এ কী সৌরভের ঘরণী এক অন্য হাসিখুশি মেজাজে৷
দেখে নিন সৌরভকে নিয়ে ডোনার দারুণ মজার মন্তব্যের ভাইরাল ভিডিও
ডোনা জানিয়েছেন মহারাজ দা ভাসান নাচ নাচতে দারুণ পছন্দ করতে পারেন, এমনকি যখনই যেখানে সুযোগ পান তখনই এই ধরণের নাচ করেন৷ লাল রঙের ট্র্যাডিশানাল শাড়িতে ডোনা গঙ্গোপাধ্যায়কে দারুণ সুন্দর দেখতে লাগছে৷ ডোনা এদিনের রিয়েলিটি শো-তে খুদেদের পারফরম্যান্স দেখে একেবারে মুগ্ধ হয়ে যান ডোনা৷
মঞ্চে এক খুদে ওড়িশি নাচ করছিলেন তা দেখে নিজে ওড়িশি নাচের নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় তার সঙ্গে যোগ দিয়ে মঞ্চে নাচেন৷ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা -সেও ওড়িশি নাচ করে এমনকি মায়ের সঙ্গে স্টেজ পারফরম্যান্সও করেন৷
ডোনা ও সৌরভের জুটিকে দারুণ পছন্দ করেন দর্শকরা৷ তাঁদের কেমিস্ট্রি একসঙ্গে যেরকম দারুণ ঠিক সেরকমই একজন যখন অন্যজনের বিষয়ে গল্প শোনেন তখন সেগুলিও দারুণ আকর্ষণীয় হয়ে ওঠে৷
ডান্স ডান্স জুনিয়র সিজন -৩ তে অনুষ্ঠান সঞ্চালনা করে লাড্ডু, উদিতা. ভাসান বাপী -র অভিনেতা রোহন ভট্টাচার্য, তৃণা সাহা, অভিষেক বসু, দীপান্বিতী রক্ষিতরাও৷