সারণ্যা মিঠুন চক্রবর্তীর সঙ্গে ডান্স বাংলা ডান্স ছাড়াও আরও একটি রিয়ালিটি শো 'ধুম ধামাকা'-র মঞ্চে সঞ্চালনা করার পরে একাধিক ছবিতে কাজ করেছিলেন। যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, 'নীল রাজার দেশে', 'এখ ফোঁটা ভালবাসা', 'খোকাবাবু', 'চলো পাল্টাই', 'সব চরিত্র কাল্পনিক'-এর মতো ছবি। ছোট্ট বয়সেই তাঁর প্রতিভার জন্য একটি বিশেষ পুরস্কার দেওয়া হয়েছিল তাঁকে। যেই পুরস্কারটি তিনি দীপিকা পাড়ুকোনের হাত থেকে গ্রহণ করেছিলেন। কত কত বিজ্ঞাপনে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে শিশু শিল্পী হিসেবে।
advertisement
আরও পড়ুন: মিঠাইয়ের ভিলেন ওমি এখন প্রেমিক! প্রেমের জাদু ছড়াচ্ছেন সঞ্জনার সঙ্গে
সেই ছোট্ট তাথৈয়ের বয়স এখন ২৪ বছর। আর ছবিতে দেখা যায় না কেন তাঁকে? কারণ তিনি আর পর্দার সামনে না, পর্দার পিছনে কাজ করতে আগ্রহী। ন্যাশনাল জেমস স্কুল থেকে পড়াশোনা সেরে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ভর্তি হন তাথৈ। তার পরে একেবারে বিদেশ পাড়ি। টরেন্টোতে ফিল্ম অ্যান্ড প্রডাকশন নিয়ে পড়াশোনা করতে চলে যান তিনি। নিজের ছবি বানানোর শখ পূরণ করতেই এই যাত্রা তাঁর। নতুন দেশে, নতুন শহরে লেখালেখি এবং পরিচালনার কাজে মন দিয়েছেন ছোট্ট সেই তাথৈ।
আরও পড়ুন: মডেলিং ছেড়ে এ বার বড় পর্দায় পা মোহাম্মদ ইকবালের, দেখুন 'নাম'-এর নায়কের ছবি
তবে কি খুব তাড়াতাড়ি বাংলা ইন্ডাস্ট্রিতে ফিরে ছবি বানাবেন তিনি?