এই ছোট্ট মেয়েটি এক বলিউড-তারকার সন্তান।
তাঁর দাদা বলিউডে অভিনেতা এবং বাবা প্রযোজক।
ইন্ডাস্ট্রির কাপুর পরিবারের সদস্য ইনি।
দাদা এবং সৎ বোনেরা পেশা হিসেবে বেছে নিলেও ইনি থেকেছেন ক্যামেরার আড়ালেই।
তবে সম্প্রতি মডেল হিসেবে মঞ্চে দেখা গিয়েছে তাঁকে।
এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন ছবির এই বাচ্চা মেয়েটি কে। ইনি অংশুলা কাপুর। প্রযোজক বনি কাপুরের মেয়ে এবং অর্জুন কাপুরের বোন।
advertisement
আরও পড়ুন: কাছের বন্ধুকেই ছবি থেকে বাদ! বজরঙ্গী ভাইজান ২-এ করিনাকে সরিয়ে কাকে নিলেন সলমন
আরও পড়ুন: পথ দুর্ঘটনায় নায়িকার প্রেমিকের মৃত্যু! শোকে পাথর শমিতা আজও প্রেম করতে ভয় পান
মা মোনা শৌরির মৃত্যুবার্ষিকীতে তাঁর উদ্দেশে নিজের মনের কথা লিখেছেন অংশুলা। তার সঙ্গেই শৈশবের সেই ছবি জুড়ে দিয়েছেন তিনি। 'প্রতি বছর এই দিনটা আসে, আর তোমাকে ছাড়া আমরা আরও একটা বছর পার করি। বুঝতে পারি, আমার মনের শূন্যস্থানটা আরও বড় হচ্ছে', মায়ের উদ্দেশে লেখেন অংশুলা।
মোনাকে ডিভোর্স দিয়ে শ্রীদেবীকে বিয়ে করেছিলেন বনি। প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে তাঁর সম্পর্কে সেই বিচ্ছেদের ছাপ পড়েছিল এক সময়ে। তবে এখন সে সব অতীত। আপাতত বাবার সঙ্গে সহজ সম্পর্ক অর্জুন-অংশুলার। বনির সঙ্গে সময়ও কাটান তাঁরা।