TRENDING:

কাকে ছাড়া জীবন ‘অসম্পূর্ণ’ দীতিপ্রিয়ার ?

Last Updated:

রিল লাইফে স্বামী রাজচন্দ্র আর দুই মেয়ে ৷ এই নিয়েই ভরা সংসার রানি রাসমণির ৷ সঙ্গে অবশ্য রয়েছে গোটা পরিবারই ৷ কিন্তু সে তো গেল পর্দার জীবনের কথা ৷ কিন্তু রিয়েল লাইফে ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রিল লাইফে স্বামী রাজচন্দ্র আর দুই মেয়ে ৷ এই নিয়েই ভরা সংসার রানি রাসমণির ৷ সঙ্গে অবশ্য রয়েছে গোটা পরিবারই ৷ কিন্তু সে তো গেল পর্দার জীবনের কথা ৷ কিন্তু রিয়েল লাইফে ? সেখানে রানি রাসমণি থুড়ি দীতিপ্রিয়ার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষটিকে ?
advertisement

ভাবছেন নিশ্চয়ই কোনও বিশেষ বন্ধুর কথা বলছি ৷ হয়তো তার সঙ্গেই বিশেষ কোনও সম্পর্কে জড়িয়েছেন আপনাদের প্রিয় রানি ৷ কিন্তু না ৷ দীতিপ্রিয়ার জীবনে তেমন কোনও মানুষের কথা শোনা যায়নি এখনও ৷ যদিও মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছে সে ৷ ভর্তি হয়েছে নতুন স্কুল পাঠভবনে ৷ এখন ছোট্ট রানির একাদশ শ্রেণি ৷ তবে বড় হয়ে গিয়েছে বলে জীবনের সেই গুরুত্বপূর্ণ মানুষগুলোকে কিন্তু ছেড়ে আসেনি পুঁচকে নায়িকা ৷

advertisement

তার নতুন ইনস্টাগ্রাম পোস্ট থেকে সেটাই আরও স্পষ্ট হল ৷ সম্প্রতি নতুন স্কুলের ড্রেস পরে দিদির সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করল দীতিপ্রিয়া ৷ আর সেখানে লিখল, মন ছুঁয়ে যাওয়া দুর্দান্ত দু’টি লাইন ৷

‘‘একজন বোন তার দিদিকে ছাড়া অনেকটা ডানাহীন পাখির মতো ৷’’

আরও পড়ুন: মাধ্যমিকে কত পেল দীতিপ্রিয়া? দেখুন মার্কশিট

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
কাকে ছাড়া জীবন ‘অসম্পূর্ণ’ দীতিপ্রিয়ার ?