মাধ্যমিকে কত পেল দীতিপ্রিয়া? দেখুন মার্কশিট

Last Updated:
#কলকাতা: পরণে চওড়া লাল পাড় গরদের শাড়ি ৷ গা ভর্তি সোনার গয়না ৷ এক মাথা ঘোমটা ৷ আর কপালে চকচক করছে ইয়াব্বড় সিঁদুরের টিপ ৷ তিনি করুণাময়ী রানি রাসমণি ৷ সকলের ভাল করার জন্য সদা তৎপর তিনি ৷ দুঃখী মানুষের দুঃখে সব সসময়ই ঝাঁপিয়ে পড়েন তিনি ৷ জনপ্রিয় ধারাবাহিক ‘করণাময়ী রানি রাসমনি’ধারাবাহিকের প্রধান চরিত্রটি এমনই ৷ আর বিপদহন্তা রাসমণিরে চরিত্রে অভিনয় করছে দীতিপ্রিয়া রায় ৷ তার অভিনয় ইতিমধ্যেই সমস্ত দর্শকের প্রশংসা কুড়িয়ে নিয়েছে ৷
তবে এই দীতিপ্রিয়াই কয়েক মাস আগে ঘোর বিপদের মধ্যে পড়েছিল ৷ এত ছোট বয়সে এই রকম দৃঢ় অভিনয় চমকে দেন যে, সেই পড়েছিল মহা ফাঁপড়ে ৷ একদিকে, ধারাবাহিকের কড়া শ্যুটিং শিডিউল, অন্যদিকে আবার মাধ্যমিক পরীক্ষা ৷ দুইয়ে মিলে চিঁড়ে-চ্যাপ্টা অবস্থা হওয়ার জোগাড় হয়েছিল ৷ ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছে এই অভিনেত্রী ৷ এর সঙ্গে পড়াশোনাটাও তো চালিয়ে যেতে হবে ৷ এর জন্য কতরকম কাণ্ড-কারখানা ৷ যে করেই হোক পরীক্ষার রেজাল্টটা ভাল করতেই হবে ৷ এর জন্য কত রকম কাণ্ড-কারখানা ৷ শ্যুটিং স্পটে বই নিয়ে যাওয়া ৷ রাত করে শ্যুটিং সেরে বাড়ি ফিরেও ঘুমোতে না গিয়ে বইয়ে মুখ গুজে বসে থাকা ৷ আবার পরদিন সকাল সকাল কল টাইম ৷ পরীক্ষার সময়টা সব মিলিয়ে বড্ড কঠিন ছিল দীতিপ্রিয়ার কাছে ৷ তিনি বলেন,‘‘পরীক্ষার সময় একদিনও ছুটি পাইনি শ্যুটিং থেকে ৷ যা গিয়েছে, কী বলব! তবে, ইউনিটের সবাই আমায় খুব সাহায্য করেছিল ৷’’
advertisement
advertisement
advertisement
তবে তাঁর এই কঠিন পরিশ্রম কাজে এসেছে ৷ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে এই অভিনেত্রী ৷ রেজাল্টের কথা জিজ্ঞাসা করতেই টেলিফোনের ওপার থেকে দীতিপ্রিয়া হেসে বলল, ‘‘জানো তো ভেবেছিলাম সেকেন্ড ডিভিশন হবে ৷ কেননা ঠিকমতো পড়তেই তো পারিনি ৷’’দীতিপ্রিয়া মা সুদীপ্তা রায় জানালেন, মেয়ের চেষ্টা ছিল ৷ আর তার ফল ও পেয়েছে ৷ মাধ্যমিকে কোন বিষয়ে কত নম্বর এসেছে জিজ্ঞাসা করাতে দীতিপ্রিয়া বলে, ‘‘ইংরেজি লেটার পেয়েছি ৷ ভূগোল আর জীবনবিজ্ঞানে পেয়েছি ৭২ নম্বর করে ৷ বাদ বাকি সব বিষয়েই ৬০ শতাংশের উপর নম্বর রয়েছে ৷ তবে, অঙ্কটায় একটু কম নম্বর এসেছে ৷ অঙ্কটা ভীষণ ভয় পাই ৷’’ তবে, তার এই সাফল্যের পিছনে তাঁর মা সুদীপ্তা ও বাবা অলক শঙ্কর রায়ের অনেকটা অবদান রয়েছে বলে জানিয়েছেন নায়িকা ৷ গতকাল বুধবারই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের রেজাল্ট ৷ হাতে সময় কম, এর মধ্যে শ্যুটিংও জারি রয়েছে ৷ তাই রেজাল্ট বেরনোর পরেরদিনই অর্থাৎ আজ বৃহস্পতিবার পাঠভবনে অ্যাডমিশন নিয়ে নিয়েছে দীতিপ্রিয়া ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মাধ্যমিকে কত পেল দীতিপ্রিয়া? দেখুন মার্কশিট
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement