আরও পড়ুন : একই স্বামীকে বিয়ে করে সতীন হলেন ৩ বোন! রাখলেন আজব শর্ত! কারণ চমকে দেবে...
সোশ্যাল মিডিয়া, ফটোশুট এবং রিল ভিডিও পোস্ট করার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে সবসময়ই সংযুক্ত থাকেন দিতিপ্রিয়াও (Ditipriya Roy)। সম্প্রতি একটি পারিবারিক বিবাহ অনুষ্ঠানে যোগদান করেছিলেন অভিনেত্রী আর সেখানেই সংগীতপর্বে জনপ্রিয় হিন্দি গান “কাজরা রে” এর তালে নেচে ভাইরাল হলেন দিতিপ্রিয়া রায়।
advertisement
আরও পড়ুন : আজব স্টেশন বটে! ট্রেনের ইঞ্জিন থাকে এক রাজ্যে, বগি অন্য রাজ্যে!
কালো ডিজাইনার ব্লাউজ এবং গোলাপি স্কার্টের সংগীতানুষ্ঠানের সাজে এদিন অপূর্ব সুন্দরী এই অভিনেত্রী (Ditipriya Roy) একেবারে স্বচ্ছন্দে নেচেছেন। মুখে রাজকীয় হাসি ছটায় অনাবিল আনন্দ ছড়িয়ে নাচের ফ্লোরেও যেন এককথায় রানীর মতো দেখাচ্ছেন দিতিপ্রিয়া। বড় পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে একাত্ম এই অভিনেত্রীকে এদিন রিল ভিডিওতে তার বাবা এবং জেঠুর সাথে সাথ মিলিয়ে কোমর দোলাতে দেখা গিয়েছে।
বলাবাহুল্য, অনুরাগীরা অভিনেত্রীর অপার সৌন্দর্য এবং মুগ্ধকর ডান্স পারফরম্যান্স এর থেকে মুখ ফিরিয়ে রাখতে পারেননি। অজস্র লাইক এবং কমেন্টের মাধ্যমে অভিনেত্রীকে (Ditipriya Roy) ভরিয়ে দিয়েছেন ভালোবাসায়। তবে শুধুমাত্র নেটিজেনরাই নন রানী রাসমণি ধারাবাহিকে রাণীমার মেজ জামাই মথুর বাবু ওরফে গৌরবও অভিনেত্রীর নাচের প্রশংসায় কমেন্ট করে লিখেছেন, “সুপার-ডুপার স্মাশ্যার”। তবে অভিনেত্রীর পাশাপাশি তাঁর বাবার নাচের প্রশংসাতেও পঞ্চমুখ সবাই।