পুলিশ জানিয়েছে, একাধিক রাউন্ড গুলিচলে। ভোর সাড়ে চারটে নাগাদ হাওয়ায় দুই রাইন্ড গুলি চালানো হয়। ঘটনায় কেউ হতাহত হননি।
advertisement
এদিকে, হামলার দায় স্বীকার করেছে ‘ঢেলানা ব্রাদার্স’–ভীরেন্দ্র ও মহেন্দ্র। সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে তারা ফিল্ম ইন্ডাস্ট্রিকে রীতিমত হুমকি দিয়েছে! পোস্টে তারা স্বীকার করে নিয়েছে, তাদের নির্দেশেই দিশা পাটানির বাড়ির সামনে গুলি চলেছে। তাদের যুক্তি, ” দিশা পাটানি প্রেমানন্দ জী মহারাজ ও অনিরুদ্ধাচার্য জী মহারাজ-কে অশ্লীলভাবে অপমান করেছেন। তিনি আমাদের সনাতন ধর্মকে অসম্মান করার চেষ্টা করেছেন। এটি ছিল কেবল ট্রেলার। পরের বার, যদি তিনি বা অন্য কেউ আমাদের ধর্মকে অসম্মান করেন, তাহলে তাদের বাড়িতে আর কেউ বাঁচবে না।”
দিশা পাটানির বাবা জগদীশ পাটানি থানায় এফআইআর দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। একটি ৫ সদস্যের দল গোটা ঘটনার তদন্ত করবে। অভিনেত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।