দিশা পাটানির জন্মদিনে ইনস্টাগ্রামে একগুচ্ছ হট ছবি ও ভিডিও পোস্ট করেছেন নায়িকা৷ ভাইরাল ভিডিওতে রংমিলান্তি পোশাকে দেখা গেছে বলিউডের দুই নায়িকাকে৷ ভিডিওতে দিশাকে ঠোঁটঠাসা চুম্বনে ভরিয়ে দিয়েছেন মৌনি৷ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি দারুণ ক্যাপশন৷ যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে ভক্তদের৷ ছবি ও ভিডিওতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷
আরও পড়ুন- ৩১-এ পা দিশার, অভিনেত্রীর কিলার লুকে কাঁপছে নেটপাড়া, ঘুম উড়ল ভক্তদের
আরও পড়ুন-বিচ্ছেদের জল্পনার মধ্যে ফের কাছাকাছি রাজ-পরীমণি, কেসটা কী? ভিডিও ভাইরাল হতেই তোলপাড়
গত সপ্তাহেও দিশা পাটানিকে মৌনি রায়ের নতুন রেস্তোঁরা লঞ্চে দেখা গিয়েছিল। মৌনি রায়ও স্বামী সুরজ নাম্বিয়ারের সাথে মুম্বইতে তাঁর প্রথম রেস্তোরাঁর উদ্বোধন করেছেন৷ প্রায়শই দিশা ও মৌনিকে একসঙ্গে দেখা যায় বলিউডে পা রাখার পর থেকেই দর্শকমন জিতে নিয়েছেন দিশা পাটানি। মাত্র কয়েকটি ছবি করেই বি-টাউনে বাজিমাত করেছেন নায়িকা। সিনেমার থেকে পোশাক বিতর্কেই তার নাম জড়িয়েছে একাধিকবার। অন্তর্বাসের ছবি দিয়ে যতটা সরগরম করেছেন পেজ থ্রির পাতা, ততটা কিন্তু অভিনয়ে জমাতে পারেননি দিশা। মৌনি ও দিশার এই ভিডিও নেটদুনিয়ার হটকেক৷