মানুষ নয়, বরং মনুষ্যেতর জীবকে নিয়েই এবার তথাগতর নৈপুণ্য৷ "ফুটপাতের কুকুরদের দেশ নেই, ভোটার নেই, আধার নেই, নেই কোনো পরিচয়। শুধু একজন মানুষ আছে, যে সমস্ত পারিয়াদের হয়ে রুখে দাঁড়াবে, চিৎকার করবে,বলবে যতটা রক্ত ওদের ঝরেছে, ততটাই রক্ত ঝরবে, যতগুলো ঘা ওদের মেরেছ ততটাই মার পড়বে"। ছবির মোশন পিকচারের ক্যাপশনে এমনটাই লিখেছেন পরিচালক স্বয়ং৷
advertisement
কীভাবে এল এমন এক ভাবনা? রাস্তার কুকুরদের হয়ে বলার কেউ নেই৷ তাদের ওপর যে অত্যাচার হয়, তাদের নিয়ে বলার কেউ নেই৷ সেখানেই মহামানব হয়ে আসে একটি চরিত্র৷ বিক্রমের যেই আর্তনাদ, যেই জান্তব আওয়াজ তাও কুকুরের চিৎকারেরই রূপক৷ এটা যে প্রতিবাদের ছবি, পোস্টার থেকে সেটা স্পষ্ট৷ ছবিটি প্রযোজনা করেছেন প্রতীক চক্রবর্তী এবং অভিনব ঘোষ। অনিন্দিত রায় এবং অদিপ সিং মানকি ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্ব সামলেছেন৷
এর আগে এক মায়াজালে আটকে পড়া গল্প নিয়ে ছবি তৈরি করেন তথাগত মুখোপাধ্যায় ৷ যে ছবির গল্পে ছিল এক রাজপুত্র ও জলপরী৷যে গল্প বাস্তব থেকে দূরে হলেও, ভটভটির কাছে সেটাই রিয়েল! বিষয়ের অভিনবত্ব আবারও তাঁর ভাবনায়৷ অপেক্ষায় দর্শকমহল৷