কাণ্ডটা হল, ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে সূরজের নতুন ছবি ‘কাত্থি সানদাই’ ৷ আর এই ছবির প্রোমোশনেই সংবাদ মাধ্যমকে এরকম বলে বসলেন পরিচালক সূরজ ! সূরজের কথায়, ‘দর্শক টাকা দিয়ে সিনেমা দেখতে আসেন ৷ তাই দর্শকের যেটা পছন্দ সেটাই তো দেখাতে হয় ৷ দর্শকরা হিরোদের অ্যাকশন, আর হিরোইনদের গ্ল্যামার দেখতে আসেন ৷ ছোটো পোশাক পরলেই নায়িকাদের গ্ল্যামার ভালো করে ধরা পড়বে ৷ তাই আমার ছবির নায়িকাদের ছোটো পোশাকই পরাতে চাই ৷ শাড়ি পরিয়ে কোনও লাভ নেই !’
advertisement
পরিচালক সূরজের একথা শুনে রীতিমতো ক্ষেপে গেলেন নায়িকা তামান্না ভাটিয়া ৷ প্রতিবাদ করলেন ট্যুইটারে ৷ তামান্না লিখলেন, ‘এই খবরটা যখন আমি পাই ৷ তখন দঙ্গলের মতো নারী শক্তির ছবি দেখছি ৷ কথা শোনার পর সিনেমা হলে বসে থাকতে পারলেন না ৷ তখনই ট্যুইট করলাম ৷ আমি যে পোশাক পরি তা একেবারেই ইচ্ছে মতো ৷ একজনের কথা শুনে পুরো ইন্ডাস্ট্রিকে খারাপ ভাবার কারণ নেই ! ’
তবে তামান্নার ট্যুইটের পর, পুরো ঘটনায় ক্ষমা চেয়েছেন পরিচালক সূরজ ৷ ট্যুইট করে গোটা ইন্ডাস্ট্রি ও নায়িকাদের কাছেও ক্ষমা চেয়েছেন তিনি ৷ সূরজের এই ছবিতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া ৷