TRENDING:

Sisir Bhaduri Biopic: নাট্যকার শিশির কুমার ভাদুড়ীর জীবনকাহিনি এবার সেলুলয়েডে, পরিচালনায় রেশমী মিত্র

Last Updated:

শিশির কুমার ইংরেজির অধ্যাপক ছিলেন কলেজে এবং সেই চাকরি ছেড়ে তিনি থিয়েটারের দুনিয়ায় ঝড় তোলার পথে অগ্রসর হয়েছিলেন। তাঁর পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন নাটকে কঙ্কাবতীর অভিনয় প্রশংসিত হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মঞ্চ এ বার সেলুলয়েডে। নাট্যকার শিশির কুমার ভাদুড়ীর জীবনীচিত্র। ঘোষণা করল ড্যানাওস প্রোডাকশন প্রাইভেট লিমিটেড। পরিচালনায় রেশমী মিত্র। প্রযোজনায় সুমন ভট্টাচার্য।
advertisement

ছবির নাম, 'বড়বাবু'। যে নামে নাট্যকারকে সকলেই এক ডাকে চিনতেন।

জীবনীচিত্রের ঘোষণা করা হল কলকাতার একটি হোটেলের সাংবাদিক সম্মেলনে। যেখানে উপস্থিত ছিলেন সঙ্গীতজ্ঞ বিক্রম ঘোষও।

চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে থাকছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। ছবির জন্য প্রয়োজনীয় সমস্ত গবেষণার কাজে যুক্ত ছিলেন রেশমী নিজেই।

ছবিটিতে সম্পূর্ণ ভাবে সময়ের সঙ্গে মিলিয়ে আক্ষরিক ভাবে ঘটনা প্রবাহ না থাকলেও এখানে নাট্যকারের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হবে। বাংলা থিয়েটারে শিশির কুমার ভাদুড়ীর অবদান, বিশ্বের দরবারে বাংলা থিয়েটারকে পরিচিতি লাভ করানোর অদম্য প্রয়াস, তাঁর ব্যক্তিগত জীবন প্রভৃতি ফুটিয়ে তোলা হবে।

advertisement

তাঁর ব্যক্তিগত জীবন এক চর্চার বিষয় হয়ে উঠেছিল। 'বড়বাবু'-র থিয়েটারের দু'জন প্রতিভাশালী অভিনেত্রী, প্রভাদেবী ও কঙ্কাবতীর জন্য।

আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল 'কালকক্ষ' (হাউস অফ টাইম) এর ট্রেলার

শিশির কুমার ইংরেজির অধ্যাপক ছিলেন কলেজে এবং সেই চাকরি ছেড়ে তিনি থিয়েটারের দুনিয়ায় ঝড় তোলার পথে অগ্রসর হয়েছিলেন। তাঁর পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন নাটকে কঙ্কাবতীর অভিনয় প্রশংসিত হয়েছিল। শিশির কুমার ভাদুড়ীর স্ত্রী যদিও আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন এবং সেই কারণে নাট্যকারের ব্যক্তিগত জীবনেও মৃত্যুর ছায়া নেমে এসে যন্ত্রণার অভাব ঘটতে দেয়নি। যার প্রভাব পড়েছিল অনেক ক্ষেত্রেই।

advertisement

পরিচালক রেশমী মিত্র বললেন, "সিনেমার পর্দায় কোনো ব্যক্তিত্বের জীবনকাহিনি তুলে ধরার প্রয়াস বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে হাতেগোনা। তাই এক্ষেত্রে আমরা এমন একজন ব্যক্তির জীবন পর্দায় তুলে ধরার চেষ্টা করছি যাঁর সঙ্গে বাঙালির এক দৃঢ় সম্পর্ক রয়েছে। এবং আশা করছি আমাদের এই প্রয়াস সফলভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতেও সক্ষম হব।"

আরও পড়ুন: প্রেমের সুরে ঋদ্ধি-শুভশ্রী, সঙ্গে সুরঙ্গমাও, সুরের জাদুতে ভাসাতে আসছেন ইন্দ্রদীপের বিসমিল্লা

advertisement

ড্যানাওস প্রোডাকশনের তরফে সুমন ভট্টাচার্যের কথায়, "শিশির কুমার ভাদুড়ী বাংলা থিয়েটারের জগতে এক বিরল নক্ষত্র। যাঁর নাম ইতিহাসের পাতায় থেকে যাবে। বহু কষ্ট করে তিনি থিয়েটারের মঞ্চকে গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক দরবারে তুলে ধরতে চেয়েছিলেন। 'বড়বাবু'-র মাধ্যমে তাই আমরা তাঁর থিয়েটার শিল্পের প্রতি ভালবাসা, ব্যক্তিগত জীবনে কাজের এবং পারিপার্শ্বিক প্রভাব, সমস্তই তুলে ধরতে চেষ্টা করেছি। আমাদের আশা এই প্রয়াস বাংলা সিনেমার ইতিহাসে এক মাইলফলক তৈরি করবে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Manash Basak

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sisir Bhaduri Biopic: নাট্যকার শিশির কুমার ভাদুড়ীর জীবনকাহিনি এবার সেলুলয়েডে, পরিচালনায় রেশমী মিত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল