তবে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে আদিত্য বিক্রম সেনগুপ্তের ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা নির্বাচিত হওয়ার পর থেকেই অন্যান্য পরিচালকরা প্রশংসায় পঞ্চমুখ৷ সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে সুমন ঘোষ, বৌদ্ধায়ন মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায় সকলেই অভিনন্দন জানিয়েছেন আদিত্য বিক্রমকে৷
ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা ছবিটির শ্যুট হয়েছে কলকাতাতে৷ ২০১৯-এর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলেছে শ্যুট৷ ছবিতে অভিনয় করেছেন ব্রাত্য বসু, শ্রীলেখা মিত্র৷ রয়েছেন পরিচালক আদিত্য বিক্রমের বাবাও৷
advertisement
তাঁর প্রথম ছবি আসা যাওয়ার মাঝে আন্তার্জাতিক মহলে খুবই প্রশংসিত হয়েছিল৷ বিভিন্ন ফ্যাস্টিভ্যাল ঘুরে আসার পর প্রদর্শিত হয়েছিল কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে৷ দ্বিতীয় ছবি জোনাকি হলে রিলিজ হয়নি৷ তবে এক্ষেত্রে সিনেমা হলে ছবির মুক্তির পরিকল্পনা রয়েছে পরিচালকের৷ কলকাতার গল্প দেখতে পাবে শহরের মানুষ৷ যদিও করোনা পরিস্থিতিতে কবে স্বাভাবিক ভাবে হলে ছবি দেখতে পারবেন দর্শক, সেটা বড় প্রশ্ন৷ তার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এই ছবি জাতীয় পুরস্কারের জন্য পাঠানোর ইচ্ছে রয়েছে পরিচালকের৷ একই সঙ্গে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পাঠাতে চান আদিত্য৷ সেখানে নির্বাচিত হলে দর্শকদের কাছে তিনি পৌঁছতে পারবেন৷ আপাতত আদিত্য বিক্রম সেনগুপ্তকে অনেক অভিনন্দন... এভাবেই তিনি দেশের ও শহরের নাম বিশ্ব চলচ্চিত্র জগতে উজ্জ্বল করুন, সেই শুভেচ্ছা রইল৷