সোশ্যাল মিডিয়ায় সামনে এল দোলন রায় ও দীপঙ্কর দে-র বিয়ের ভিডিও ৷ যেখানে ধরা পড়ল সেই নতুন স্বপ্নের কিছু ঝলক ৷ ভিডিওর নেপথ্যে বেজে উঠল ‘এক প্যায়ার কা নগমা’র সুর ৷ দেশের সংবিধানকে সাক্ষী রেখে চার-হাত এক হল দীপঙ্কর দে ও দোলন রায়ের ৷
হাইল্যান্ড পার্কের পাশেই এক রেস্তোরাঁয় বসেছিল বিয়ের আসর ৷ কাছের মানুষদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করলেন দীপঙ্কর দে ও দোলন রায় ৷ তবে বিয়ের আয়োজন ছোট হলে হবে কি? বিয়ের সাজসজ্জায় কিন্তু কোনও খামতি ছিল না ৷ সাদা পঞ্জাবি ও ধুতিতে বরের সাজে নজর কাড়লেন ৭৫-এর দীপঙ্কর ! অন্যদিকে, মাথায় লাল ফুল ও লাল বেনারসিতে নতুন বউয়ের সাজে একেবারে বধূ রূপে দোলন রায় ৷ সিঁথি ভরা সিঁদুরে একেবারে নতুন বউ ৷
advertisement
কে কে উপস্থিত ছিলেন এই বিয়েতে?
দীপঙ্কর দে ও দোলন রায়ের বিয়েতে উপস্থিত ছিলেন নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন ও লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় ৷ উপস্থিত ছিলেন দোলনের ভাই দুর্গাশিস ৷
দেখুন সেই ভিডিও---
ভিডিও সৌজন্যে : The Wedding Exposure