ছবির ক্যাপশনে ডিম্পি লিখেছেন, ‘‘আমার কাছে পরিপূ্র্ণতম ভালবাসা হল যা আমি আমার সন্তানদের থেকে পাই৷’’ দীর্ঘ লেখার শেষে তিনি জানিয়েছেন তাঁর মধ্যে বেড়ে উঠছে তাঁদের তৃতীয় সন্তান৷ তিনি মনে করেন, মাতৃত্বের জোরেই এই পৃথিবীতে অন্ধকারতম সময়েও ভাল থাকা যায়৷ মাতৃত্বের শক্তিতেই তিনি ভাল মানুষ হয়ে উঠতে পেরেছেন বলে ডিম্পির বিশ্বাস৷
advertisement
মা হওয়ার আনন্দ তিনগুণ হয়ে যাওয়ার ঘটনা এখনও ডিম্পির কাছে অবিশ্বাস্য বলে মনে হচ্ছে৷ বিশ্বের সব মাকে এই উপলক্ষে তিনি হ্যাপি মাদার্স ডে-ও জানিয়েছেন৷
আরও পড়ুন : প্রতিস্থাপনের পর শিশুকে স্তন্যপান করানো যায়? কতটা নিরাপদ ব্রেস্ট ইমপ্ল্যান্ট?
কলকাতার মেয়ে ডিম্পি এখন থাকেন দুবাইয়ে৷ তাঁর স্বামী রোহিত রয় দুবাইয়ের ব্যবসায়ী৷ রোহিতকে ২০১৫ সালে বিয়ে করেন ডিম্পি৷ তাঁদের প্রথম সন্তান কন্যা রেন্নার জন্ম তার পরের বছরে৷ ২০২০ সালে ডিম্পি এবং রোহিতের সংসারে আগমন পুত্র আরিয়ানের৷ ছোট্ট আরিয়ান এবং তার দিদি রেন্না দু’জনেই এ বার খেলার নতুন সঙ্গী পেতে চলেছে৷
আরও পড়ুন : মলদ্বীপে ছুটি কাটাতে গিয়ে মৎস্যকন্যা হয়ে গেলেন সানি লিওনে, দেখুন ছবি
আরও পড়ুন : ১২৫ বছর বয়সে ভূষিত পদ্মশ্রীতে, ১৮৯৬-তে সিলেটে জন্মগ্রহণকারী যোগী স্বামী শিবানন্দর দীর্ঘ জীবনের রহস্য কী?
প্রসঙ্গত মডেলিং এবং টেলিভিশন দুনিয়ায় পরিচিত ডিম্পি এর আগে বিয়ে করেছিলেন রাহুল মহাজনকে৷ তাঁদের ৫ বছরের দাম্পত্য ভেঙে যায় ২০১৫ সালে৷