TRENDING:

Diljit Dosanjh's Concert: স্বল্প পোশাক পরায় কটাক্ষ, তরুণী বললেন, ‘পড়াশোনা করলেই কেউ শিক্ষিত হয় না’, দিলজিৎ দোসাঞ্জের শো-তে তুলকালাম

Last Updated:

তরুণীর নাম মুসকান মাদান। কনসার্টের ঘটনা নিয়ে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন তরুণী। সোশ্যাল মিডিয়া ইউজারদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁর অভিজ্ঞতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে গিয়ে অপদস্থ হতে হল তরুণীকে। ছোট পোশাক পরেছিলেন। এটাই তাঁর দোষ। সবাই অদ্ভুত ভাবে তাকিয়ে দেখছিল। কটাক্ষও করে। এমনই অভিযোগ করেছেন তরুণী।
দিলজিৎ দোসাঞ্জের শো-তে তুলকালাম
দিলজিৎ দোসাঞ্জের শো-তে তুলকালাম
advertisement

তরুণীর নাম মুসকান মাদান। কনসার্টের ঘটনা নিয়ে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন তরুণী। সোশ্যাল মিডিয়া ইউজারদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁর অভিজ্ঞতা। সেখানেই জানিয়েছেন, বন্ধু এবং বন্ধুর বন্ধুদের সঙ্গে কনসার্টে গিয়েছিলেন তিনি। তাঁরাই তাঁর পোশাক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করেছে।

মুসকান বলেন, “আমি দিলজিতের কনসার্টে গিয়েছিলাম। আমার দেখা সেরা কনসার্ট। কিন্তু দুর্ভাগ্য বাজে লোকেদের সঙ্গে সেটা দেখতে হল। যাবার পর থেকেই অস্বস্তি হচ্ছিল। আমাকে সবাই আড়চোখে দেখছে। যেন কোনও অপরাধ করে ফেলেছি।”

advertisement

এমনকী তাঁর বন্ধুরাও নিজেদের মধ্যেই আলোচনা করছিল। এটাই মুসকানের খারাপ লেগেছে সবচেয়ে বেশি। তাঁর কথায়, “সবাই আমাকে ছেড়ে আমার পোশাক নিয়ে কথা বলছে। আমি নিজে কানে স্পষ্ট শুনেছি। প্রথমে ভাবলাম, আমারই কোনও ভুল হচ্ছে। ঠিক আছে এখন গান শুনি। পরে এই নিয়ে ভাবা যাবে। কিন্তু যখন ছবি তোলার সময় নিশ্চিত হয়ে যাই – হ্যাঁ, তাঁরা আমার ছোট পোশাক নিয়ে কথা বলছে।”

advertisement

এতে অবশ্য মুসকানের কিছু যায় আসে না। তিনি বলেন, “এতে আমার কোনও সমস্যা নেই। আমি ছোট পোশাক ক্যারি করতে পারি। তাই আত্মবিশ্বাসের সঙ্গে পরি। আমার বাবা-মা-ও কোনওদিন বাধা দেননি। তাঁদের যখন সমস্যা নেই, তোমাদের কীসের সমস্যা ভাই?” প্রশ্ন তুলেছেন তরুণী।

এমন ঘটনায় তিনি মর্মাহত। মুসকান মনে করেন, পড়াশোনা করলেই যে কেউ শিক্ষিত হয় না, এই ঘটনা তারই প্রমাণ। তরুণী বলেন, “এঁদের বড় বড় ডিগ্রি আছে। সবাই উচ্চশিক্ষিত। কর্পোরেট জগতে কাজ করে। বেঙ্গালুরুর মতো বড় শহরে থাকে। কিন্তু মনটা ছোট। পড়াশোনা করলেই যে কেউ শিক্ষিত হয় না, প্রমাণ হয়ে গেল।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

‘ডিল লুমিনাটি ইন্ডিয়া ট্যুর’ শুরু করেছেন অভিনেতা গায়ক দিলজিৎ দোসাঞ্জ। গত মাসে দিল্লি থেকে ট্যুর শুরু হয়। তারপর থেকে একাধিক শহরে অনুষ্ঠান করেছেন। এর মধ্যে রয়েছে আহমেদাবাদ, লখনউ, পুনে, কলকাতা, ইন্দোর প্রভৃতি। গুয়াহাটি, চণ্ডীগড় এবং মুম্বইতেও শো করার কথা রয়েছে তাঁর। ৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে পারফর্ম করেন তিনি। সেখানেই তরুণীর সঙ্গে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Diljit Dosanjh's Concert: স্বল্প পোশাক পরায় কটাক্ষ, তরুণী বললেন, ‘পড়াশোনা করলেই কেউ শিক্ষিত হয় না’, দিলজিৎ দোসাঞ্জের শো-তে তুলকালাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল