পরিবারের তরফে জানানো হয়েছে, ব্রুস ঠিক করে কথা বলতে পারছেন না কারও সঙ্গেই। পরিবারের জন্য খুবই কঠিন পরিস্থিতি এটা। কিন্তু তাঁরা খানিক স্বস্তিতে রয়েছেন, কারণ রোগের শনাক্তকরণ করা গিয়েছে সঠিকভাবে।
আরও পড়ুন: ছোট্ট ঈশান এখন কিছুটা বড় হয়েছে, তাকে রেখেই একসঙ্গে 'শিকার' অভিযানে যশ-নুসরত
আরও পড়ুন: নতুন ছবি ‘শৈশব’-এর ট্রেলার লঞ্চে রুপঙ্কর ও টিম
advertisement
পরিবারের সদস্যরা যে বিবৃতি প্রকাশ করেছে তাতে লেখা, ‘গত ২০২২ সালে আফেসিয়া রোগের কথা জানিয়েছিলাম আমরা। এখন অনেকটাই ভাল আছেন তিনি। খুবই কঠিন অসুখ এটা। এবং বিরল। শোনা যায় না খুব একটা। চিকিৎসা নেই এই এফটিডি রোগের। ব্রুস চিরকালই নিজের কণ্ঠে বিশ্বাস রেখেছে। সমাজ হোক বা ব্যক্তিগত, যে কোনও ইস্যুতে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে নিজের গলার সাহায্য নিয়েছে। আজ যদি ও পারত, নিশ্চয়ই এই রোগাক্রান্ত মানুষদের মধ্যে সচেনতনতা বাড়ানোর জন্য কথা বলত। চিরকাল আনন্দে থেকেছে ব্রুস। সবাইকে আনন্দে রেখেওছে। আপনাদের কাছ থেকে ব্রুস যে ভালবাসা পেয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ জানাই সকলকে।’
মার্চের ২০২২ সালে ব্রুসের পরিবার জানিয়েছিল, ব্রুস আর অভিনয়ে ফিরবেন না। তিনি কথা বলার ক্ষমতা হারিয়েছেন। আফেসিয়ায় ভুগছেন ‘ডাই হার্ড’ তারকা। আর তাই স্পটলাইট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।