SHOISHAB | নতুন ছবি ‘শৈশব’-এর ট্রেলার লঞ্চে রুপঙ্কর ও টিম

Last Updated:

SHOISHAB Official Trailer launch: নবনীতা ও শিবপ্রসাদ-এর প্রযোজনায় এবং নীতু ফিল্ম প্রোডাকশন-এর দ্বিতীয় নিবেদন ‘শৈশব’। পরিচালক শিবু ও ডি. মুখোপাধ্যায় এক সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন।

নতুন ছবি ‘শৈশব’-এর  ট্রেলার লঞ্চে রুপঙ্কর ও টিম
নতুন ছবি ‘শৈশব’-এর  ট্রেলার লঞ্চে রুপঙ্কর ও টিম
কলকাতা: 'শৈশব'-এর মধুর স্মৃতি, না ভোলা মুহূর্তগুলো সবার জীবনেই যেন এক একটি অমূল্য রত্ন। সারা জীবন আগলে রাখি আমরা এই স্মৃতি। কিন্তু সব শৈশবই কি, এমনই মধুর। নাকি সুন্দরতার মাঝেও আছে বেদনাদায়ক-অসহায়-বিপন্ন শৈশব?
নবনীতা ও শিবপ্রসাদ-এর প্রযোজনায় এবং নীতু ফিল্ম প্রোডাকশন-এর দ্বিতীয় নিবেদন ‘শৈশব’। পরিচালক শিবু ও ডি. মুখোপাধ্যায় এক সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। সম্প্রতি হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ ৷ উপস্থিত ছিলেন রূপঙ্কর বাগচী ও টিম ৷
প্রত্যন্ত গ্রামের শৈশব ও আধুনিক শহরের শৈশব যেন কোথাও একটা একই সূত্রে বাঁধা । পরিবেশ আলাদা হলেও বিপন্নতার কালো মেঘ শৈশবের আকাশ ছেয়ে আছে। আজকের এই শৈশবের জন্য দায়ী কে? পরিবেশ না সমাজ ? পরিজন না আমরা অভিভাবকরা ?
advertisement
advertisement
শৈশব, দুটি গল্প নিয়ে একটি ছবি। মূলত শিশু শিল্পীদের সঙ্গে নিয়ে গল্প এগিয়েছে। গল্প ঠিক নয়, এক টুকরো বাস্তব। কঠিন বাস্তব। শৈশবকে একবার ফিরে দেখতে, তাকে অনুভব করতে ও এমন শৈশবের জন্য দায়ী কে? জানতে আসুন আপনার নিকটবর্তী সিনেমা হলে।
শৈশবের সামাজিক বার্তা সকলের কাছে বিভিন্ন জনসংযোগ মূলক কাজের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ট্রু লাইট ওয়েলফেয়ার ফাউন্ডেশন। প্রযোজক নবনীতা ও শিবপ্রসাদ, এই ছবির আয়ের একটি বড় অংশ প্রত্যন্ত গ্রামের মানুষদের সেবামূলক কাজের জন্য ব্যয় করবেন। ছবি মুক্তির আগেই নীতু ফিল্ম ও ট্রু লাইট যৌথভাবে এই সেবামূলক কাজ শুরু করে দিয়েছে।
advertisement
সঙ্গীত পরিচালক সঞ্জীব দাসের (টুটু) পরিচালনায়, জনপ্রিয় গায়ক রূপঙ্কর ও লোকসঙ্গীত গায়ক তীর্থ গান গেয়েছেন। ছবির দুটি গানই এই ছবির সম্পদ ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
SHOISHAB | নতুন ছবি ‘শৈশব’-এর ট্রেলার লঞ্চে রুপঙ্কর ও টিম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement