কিন্তু হঠাৎ অন্বেষাকে নিয়ে এমন একটি পোস্ট কেন অনিন্দিতার? তার কারণ কি কোনও ভাবে অভিনেত্রী শ্রুতি দাস? তার দিন কয়েক আগে শ্রুতি নিজের ফেসবুকে লেখেন, 'রিল লাইফ ভাল অভিনেতা, রিয়্যাল লাইফ ভাল মানুষ কিনা সেটা যাচাই করে তবেই তার ফ্যান হওয়া উচিত। মুখোশ নিয়ে ফ্যানদের টুপি পরাতে দেখলে মায়া হয়।'
advertisement
এই পোস্টের পরেই অনিন্দিতার পোস্ট দেখে নেটিজেনদের সন্দেহ, অন্বেষাকে আক্রমণ করেছিলেন কি শ্রুতি? তার উত্তরেই অনিন্দিতা কি শ্রুতিকে খোঁচা দিয়েছেন?
আরও পড়ুন: নতুন অবতারে শাশ্বত! ভানু বন্দ্যোপাধ্যায়ের লুকে চমকে দিলেন দর্শককে
নিউজ18 বাংলার তরফে অনিন্দিতাকে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি শ্রুতির পোস্ট দেখেননি। এই পোস্টটি নিছকই অন্বেষার লড়াই সকলের সামনে তুলে ধরার জন্য। অভিনেত্রীর কথায়, ''অন্বেষাকে আমি বহু বছর ধরে চিনি, ওর প্রথম কাজ থেকে চিনি। 'আকাশ আট' চ্যানেলে আমরা 'বৃদ্ধাশ্রম' করেছিলাম। আমি ওকে প্রত্যেক দিন অসম্ভব পরিশ্রম করতে দেখেছি। যে দৃশ্যে ও নেই, সেটাও পড়ে রাখত। বসে থেকে দেখত প্রত্যেকের অভিনয়। আমি এগুলো ওর মধ্যে দেখেছি। আর তাই জন্য আজ ওর অভিনয় এতটা প্রশংসিত। শুধু অন্বেষা নয়, যাদের মধ্যেই এই গুণ খুঁজে পাই, জনসমক্ষে প্রশংসা করি। তা ছাড়া আমরা অনেকেই নিজেদের স্ট্রাগলের কথা বলি। অন্বেষাও কিন্তু প্রবল স্ট্রাগল করেছে।''
সেই কথাই সর্বসমক্ষে জানালেন অনিন্দিতা। এ দিকে এক সময়ে শ্রুতির সঙ্গে তাঁর রিল লাইফের মা, অনিন্দিতার সম্পর্কের সমীকরণ বারবার সকলের সামনে এসেছে। একে অপরের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তাঁরা। কিন্তু তার পর জুটি গেল ভেঙে। কারণ, অনিন্দিতার বিয়েতে শ্রুতির কাছে নিমন্ত্রণ পত্র যায়নি।
আরও পড়ুন: ঘোমটায় আড়াল হয়ে যাবে কি স্বাধীনচেতা মেয়েটা, যিশু নিয়ে আসছেন 'হরগৌরী পাইস হোটেল'
শ্রুতির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অনিন্দিতার বক্তব্য, ''আমি জানি ওর খারাপ লেগেছে। কিন্তু সত্যি বলতে, কোভিডের সময়ে আমরা বিয়েতে কত কত কাছের মানুষকে ডাকতে পারিনি। আমি সকলের কাছে ক্ষমাও চেয়েছি। এ ছাড়া লড়াই, ঝগড়ার কোনও প্রশ্নই ওঠে না। বয়সে ও আমার থেকে কত ছোট!''
একইসঙ্গে অনিন্দিতা ভোলেননি, একটি অ্যাওয়ার্ড শো-তে শ্রুতির মা উপস্থিত থাকতে পারেননি বলে তিনি অনিন্দিতাকে নিজের 'পর্দার মা' হিসেবে মঞ্চে ডেকে নিয়েছিলেন। সে কথা মনে করে অনিন্দিতা সম্প্রতি পুরস্কার পেয়ে প্রথমেই শ্রুতিকে জাানিয়েছেন।