বেশ কয়েক বছর আগে একটি বাংলা ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে ৷ মাঝে মধ্যেই বিভিন্ন পুরস্কারপ্রদান অনুষ্ঠান কিংবা ফ্যাশন শোয়ে তাঁর দেখা মেলে ৷ তবে অনেকদিন হল দিয়া মির্জার কোনও ছবিই মুক্তি পায়নি ৷ এ বার নাকি তিনি মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন ৷ জানা গিয়েছে, অভিনেত্রী ও প্রযোজক দিয়া তাঁর দেওর নিখিল সংঘের স্বল্প দৈর্ঘ্যের ছবিতে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন ৷
advertisement
কিন্তু হঠাৎ তিনি অভিনয় ছেড়ে মেকআপ আর্টিস্টের কাজ করতে গেলেন কেন ? দিয়া একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিখিল সংঘ পর্ন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মহিলাদের নিয়ে একটি শর্ট ফিল্ম তৈরি করছেন ৷ নাম ‘হ্যাপি অ্যানিভার্সার’৷ আর সেই কারণে তখন বউদি হিসেবে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তাঁর কোনও সাহায্যের প্রয়োজন রয়েছে কিনা! নিখিল হঠাৎ করে দিয়াকে মেকআপ আর্টিস্ট ডিপার্টমেন্টের দায়িত্বভার সামলানোর কথা বলেন ৷ আর দেওরের সেই কথা ফেলতে পারেননি দিয়া ৷ অভিনেত্রী এও জানিয়েছেন যে, তিনি মেকআপ আর্টিস্টের কাজ নিয়ে তেমন কিছুই জানতেন না ৷
