শনিবার , ঋতুপর্ণা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন ৷ সেই ছবিতেই একসঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গিয়েছে দুই তারকাকে ৷ সস্প্রতি জয়পুরের একটি ইভেন্টের ব্র্যান্ড প্রমোশনে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের ৷
একই ব্র্যন্ডের মুখ হলেন এই দুই তারকা ৷ তাই প্রমোশনে উপস্থিত ছিলেন দু'জনেই ৷ তাই জয়পুরেই একসঙ্গে ফ্রেমবন্দি দেখা গিয়েছে ঋতুপর্ণা ও মহেন্দ্র সিং ধোনিকে ৷
advertisement
আরও পড়ুন : খোলা চুল ও সাদা শাড়িতে 440 Volt মোনালিসা! শরীরী মোচড়ে আগুন ধরালেন সোশ্যাল মিডিয়ায়
ছবিতে এক ঝলমলে লাল সাবেকি পোশাকে দেখা গিয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে ৷ অন্যদিকে নীল টি-শার্টের ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে ধোনিকে ৷ একে অপরের সঙ্গে কথা বলার একটি মুহূর্তের ছবিই ঋতুপর্ণা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷
আরও পড়ুন : শোনা যাচ্ছে বিয়ের খবর! তার মাঝেই সুপার ভাইরাল রিচা চাড্ডা!
কিছুদিন বাদেই মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনিত ছবি " প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা" ৷ ছবিটির পরিচালনা করছেন সম্রাট শর্মা ৷ শুক্রবার ছবিটির একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ পেয়েছে ৷