তবে এটাই প্রথম নয়। সুচিত্রা সেনের পিঠে চুমু খেয়েছিলেন ধর্মেন্দ্র। যার ছবি প্রকাশ্যে আসার পর অনেক চর্চা হয়েছিল। মমতা ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন ধর্মেন্দ্র ও সুচিত্রা সেন। উত্তর ফাল্গুনীর হিন্দি রিমেক ছিল ছবিটি। ছবিতে দ্বৈত চরিত্রে ছিলেন মহানায়িকা। তাঁর বিপরীতে ছিলেন ধর্মেন্দ্র।
মমতা ছবির সেই দৃশ্য এক সময়ে প্রবল বিতর্কের জন্ম দিয়েছিল। ফের একবার সেই বিতর্ক। তবে বিতর্ককে ছাপিয়ে গিয়েছে উল্লাস। শাবানা জানিয়েছেন, আমি কখনওই ভাবিনি চুম্বন দৃশ্য নিয়ে এতটা হৈ চৈ তৈরি হবে৷ তবে শুটিংয়ের সময় এটা নিয়ে কোনও সমস্যা হয়নি৷ দীর্ঘ এই কেরিয়ারে চুম্বন দৃশ্যে আমি অভিনয় করিনি৷ তবে ধর্মেন্দ্রর মতো সুপুরুষকে কে না চুম্বন করতে চাইবে৷ সাক্ষাৎকারে শাবানা আজমি জানিয়েছেন স্বামী জাভেদ আখতার ধর্মেন্দ্রর সঙ্গে চুম্বন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন৷ তিনি বলেন, এই বিষয়ে ওনার কিছু যায় আসে না৷
advertisement