TRENDING:

Bollywood Actor: প্রথম পারিশ্রমিক মাত্র ৫১ টাকা, নিয়েছিলেন ইসলাম ধর্মও, 'এই' বলি তারকার জীবন কাহিনি চমকে দেবে

Last Updated:

Bollywood Actor: ডান্স দিওয়ানে রিয়েলিটি শোয়ের মঞ্চে ধর্মেন্দ্র জানিয়েছিলেন তাঁর এই প্রথম ছবি পাওয়ার কথা। বলেছিলেন, প্রযোজকরা তিনজন স্টুডিওর তিনটে কেবিনে ছিলেন, তাঁকে বসতে দেওয়া হয়েছিল মাঝের কেবিনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বলাই হয়, মায়ানগরী। মুম্বই ছবির নায়ক হতে চান না, এমন পুরুষ আজও খুঁজে পাওয়া ভার। পঞ্জাবের এক স্কুলশিক্ষকের ছেলের সঙ্গেও আজ থেকে অনেক অনেক বছর আগে ঠিক সেটাই হয়েছিল। পড়াশোনায় তার মন ছিল না, সে বিভোর ছিল দিলীপ কুমারের ছবি নিয়ে। অবশেষে মায়ের পরামর্শে ফিল্মফেয়ার ট্যালেন্ট হান্টে যোগ দেয় লুধিয়ানার সাহনেওয়ালের বাসিন্দা ছেলেটি, পুরস্কারও জেতে, চুক্তি মতো ছবি করার জন্য মুম্বইতে এক সময়ে পা রাখে সে।
advertisement

কিন্তু সেই ছবি তৈরি হয়নি। তবে, নায়ক হওয়া ভাগ্যে ছিলই, কে ঠেকাতে পারে। অবশেষে দিল ভি তেরা হাম ভি তেরে ছবি দিয়ে রুপোলি পর্দায় জন্ম নেয় এক তারকা, নাম ধর্মেন্দ্র। সেই ছবির জন্য নায়ক পেয়েছিলেন মাত্র ৫১ টাকা পারিশ্রমিক। আর আজ সেই তিনিই প্রায় ৪৫০ কোটি টাকার সম্পত্তির মালিক।

আরও পড়ুন-         মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

advertisement

আরও পড়ুন-        মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

ডান্স দিওয়ানে রিয়েলিটি শোয়ের মঞ্চে ধর্মেন্দ্র জানিয়েছিলেন তাঁর এই প্রথম ছবি পাওয়ার কথা। বলেছিলেন, প্রযোজকরা তিনজন স্টুডিওর তিনটে কেবিনে ছিলেন, তাঁকে বসতে দেওয়া হয়েছিল মাঝের কেবিনে। অত বড় অফিস দেখে টাকাপয়সা নিয়ে তাঁর মনে বেশ আশা জেগেছিল। তবে, প্রযোজকরা প্রত্যেকে নিজেদের পকেট থেকে ১৭ টাকা করে বের করে মোট ৫১ টাকা তুলে দেন তাঁর হাতে। তবে, তা নিয়ে কোনও ক্ষোক্ষ নেই নায়কের। বলেন, ওই পারিশ্রমিকের জন্যও নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর পর একে একে মুক্তি পেতে থাকে তাঁর বহু ছবি, বলিউডের হি-ম্যান হিসেবে পরিচিতিও তৈরি হয়। এর মধ্যেই বিবাহিত এই নায়কের জীবনে আসে প্রেম, দক্ষিণী সুন্দরী হেমা মালিনীর প্রেমে পড়েন প্রকাশ কৌরের স্বামী ধর্মেন্দ্র। তবে, হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে হেমাকে বিয়ে করা সম্ভব ছিল না। তাই ধর্ম বদলাতে হয়। প্রকাশ কৌর স্বামীর দ্বিতীয় বিয়েতে সম্মতি দেন এবং উভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। অন্য দিকে, হেমাও ১৯৭৯ সালে আয়েষা বি আর চক্রবর্তী নামে আত্মপ্রকাশ করেন। বিতর্ক থাকলেও বিয়ে হয়, দুই কন্যাসন্তানের জন্মও হয় তাঁদের। ভালবাসার সপ্তাহে দেশের অন্যতম জনপ্রিয় এই নায়কের জীবনকাহিনি নতুন করে প্রমাণ করে- প্রেমে চাইলে সব বাধা জয় করাই যায়!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Actor: প্রথম পারিশ্রমিক মাত্র ৫১ টাকা, নিয়েছিলেন ইসলাম ধর্মও, 'এই' বলি তারকার জীবন কাহিনি চমকে দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল