আরও পড়ুনঃ দেবের জন্মদিনে তিন-তিনটে কেক! বাবা-মা ও প্রেমিকার সঙ্গে মধ্যরাতে উদযাপন
পুলিশ অফিসার পর এবার কয়লা মাফিয়ার চরিত্রে দেখা যাবে অভিনেতা- সাংসদ দেব-কে। সুরিন্দর ফিল্মস আর দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় মুক্তি পাবে খাদান। অভিনেতার সঙ্গে এই ছবিতে জুটি বাঁধবে ছোট পর্দার জনপ্রিয় মুখ ইধিকা পাল। ইতিমধ্যে, বাংলাদেশের অভিনেতা শাকিবের সঙ্গে জুটি বাঁধেছে ইধিকা পাল। বাংলাদেশের নায়ক শাকিবের বিপরীতে প্রিয়তমায় সিনেমায় নায়িকা ছিলেন ইধিকা।
নতুন বছরের প্রথম দিন দেব নিজের সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘আজকের দিনে আমার জীবনের অন্যতম এক্সপিরিমেন্টাল ছবি। দেখা যাক কী হয়। ২০২৪- এ আমার নতুন ছবি খাদান। হ্যাপি নিউ ইয়ার।’ খাদান ছবির মোশন পোস্টার বের হতেই প্রশংসা পাচ্ছেন দেব। দেব প্রজোযনায় আসার পর থেকেই একের পর এক অন্যধারার ছবি উপহার দিয়েছেন এই ছবিও ব্যতিক্রম হবে না দাবি দেবভক্তদের।