অন্য ধর্মের মানুষকে বিয়ে করায় শুরুতেই বিতর্কের মুখে পড়েছিলেন মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী। এ বার সেই বিতর্কে ঘৃতাহুতি। গুঞ্জন, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন দেবলীনা। তাই নাকি লোকচক্ষুর আড়ালে তড়িঘড়ি বিয়ে সারতে হয় তাঁকে।
আরও পড়ুন: পাসপোর্ট অফিস থেকে ফিরেই হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি বিভাস চক্রবর্তী
advertisement
আরও পড়ুন: শহরে যানজটে বারবার বাধা পেল অনুরাগের শ্যুট, তাও থামেনি ট্রাম, বন্ধ হয়নি ক্যামেরা
এ বিষয়ে অবশেষে নিজের বক্তব্য রেখেছেন পর্দার গোপী বহু। তাঁর কথায়, "আমার কাউকেই কোনও সাফাই দেওয়ার প্রয়োজন নেই। তবে অনেকেই ভেবেছেন আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি। তাই হঠাৎ বিয়ে করে নিয়েছি। যাঁরা এ সব বলছেন, তাঁদের জন্য কষ্ট হয়। মানুষকে অত্যাচার করার কোনও সুযোগ তাঁরা ছাড়েন না। এ ধরনের কিছু মানুষ কাউকে খুশি দেখতে পারেন না।"
তবে নেতিবাচকতাকে পাত্তা দিতে রাজি নন দেবলীনা। আপাতত মনের মানুষ আর নতুন সংসার নিয়ে ব্যস্ত তিনি।