দেবলীনার আরও একটি পরিচয় আছে। তিনি রাসবিহারীর বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিষ কুমারের কন্যা। নেটমাধ্যমের সুবাদে তাঁর সাইকেল-প্রীতির কথা কারও অজানা নয়। প্রায় প্রত্যেক দিন সকালেই সাইকেল নিয়ে শহরের অলিগলি ঘুরে বেড়ান স্বাস্থ্য সচেতন অভিনেত্রী। রবিবারও অন্যথা হয়নি। সাইকেল ভ্রমণ সেরে বালিগঞ্জের একটি ক্যাফেতে ঢোকেন দেবলীনা। সেখানেই তাঁকে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: সৃজিতের ছবিতে চঞ্চল? কবে থেকে শুরু প্রস্তুতি? উত্তর সৃজিতের, বিশেষ তথ্য রাজেরও
আরও পড়ুন: চোখের জলে বুক ভেসে যায়, আমিও ভাল নেই, গুরুতর অসুস্থ বাবাকে নিয়ে কলম ধরলেন চঞ্চল
দেবলীনা জানান, ক্যাফেতে পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গাতে সাইকেল রাখতে চাইলেও অনুমতি মেলেনি। তিনি লেখেন, 'একজন গ্রাহককে ফিরে যেতে দেখেও ওঁরা বিব্রত হননি। বরং সকাল সকাল কাজ করতে হবে না ভেবে খুশিই হয়েছিলেন।'
ফেসবুক পোস্টে এই অপ্রীতিকর ঘটনাটির বিস্তারিত বিবরণ দিয়েছেন দেবলীনা। তার পরেই বিধায়ক দেবাশিস কুমারের কন্যার সঙ্গে যোগাযোগ করা হয় ক্যাফের মালিকের তরফ থেকে। নিউজ১৮ বাংলাকে দেবলীনা বলেন, "আমার সঙ্গে ক্যাফে কর্তৃপক্ষ যোগাযোগ করে। বিষয়টা মিটমাট হয়ে গিয়েছে। ওঁরা আশ্বাস দিয়েছেন, এ বার থেকে ওখানে সাইকেল রাখার আলাদা জায়গা থাকবে।'