TRENDING:

সাইকেল নিয়ে ক্যাফেতে গিয়ে চরম হেনস্থা! দেবলীনার প্রতিবাদের পরেই বদলে গেল নিয়ম

Last Updated:

দেবলীনার আরও একটি পরিচয় আছে। তিনি রাসবিহারীর বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিষ কুমারের কন্যা। নেটমাধ্যমের সুবাদে তাঁর সাইকেল-প্রীতির কথা কারও অজানা নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সকাল সকাল সাইকেল নিয়ে দক্ষিণ কলকাতার একটি ক্যাফেতে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী দেবলীনা কুমার। নিজের ফেসবুক পেজে সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি।
advertisement

দেবলীনার আরও একটি পরিচয় আছে। তিনি রাসবিহারীর বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিষ কুমারের কন্যা। নেটমাধ্যমের সুবাদে তাঁর সাইকেল-প্রীতির কথা কারও অজানা নয়। প্রায় প্রত্যেক দিন সকালেই সাইকেল নিয়ে শহরের অলিগলি ঘুরে বেড়ান স্বাস্থ্য সচেতন অভিনেত্রী। রবিবারও অন্যথা হয়নি। সাইকেল ভ্রমণ সেরে বালিগঞ্জের একটি ক্যাফেতে ঢোকেন দেবলীনা। সেখানেই তাঁকে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুন: সৃজিতের ছবিতে চঞ্চল? কবে থেকে শুরু প্রস্তুতি? উত্তর সৃজিতের, বিশেষ তথ্য রাজেরও

আরও পড়ুন: চোখের জলে বুক ভেসে যায়, আমিও ভাল নেই, গুরুতর অসুস্থ বাবাকে নিয়ে কলম ধরলেন চঞ্চল

দেবলীনা জানান, ক্যাফেতে পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গাতে সাইকেল রাখতে চাইলেও অনুমতি মেলেনি। তিনি লেখেন, 'একজন গ্রাহককে ফিরে যেতে দেখেও ওঁরা বিব্রত হননি। বরং সকাল সকাল কাজ করতে হবে না ভেবে খুশিই হয়েছিলেন।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে হঠাৎই একটি ভূতুড়ে বাড়ির খোঁজ মিলল দুর্গাপুর শিল্পাঞ্চলে, ব্যাপারটা কী!
আরও দেখুন

ফেসবুক পোস্টে এই অপ্রীতিকর ঘটনাটির বিস্তারিত বিবরণ দিয়েছেন দেবলীনা। তার পরেই বিধায়ক দেবাশিস কুমারের কন্যার সঙ্গে যোগাযোগ করা হয় ক্যাফের মালিকের তরফ থেকে। নিউজ১৮ বাংলাকে দেবলীনা বলেন, "আমার সঙ্গে ক্যাফে কর্তৃপক্ষ যোগাযোগ করে। বিষয়টা মিটমাট হয়ে গিয়েছে। ওঁরা আশ্বাস দিয়েছেন, এ বার থেকে ওখানে সাইকেল রাখার আলাদা জায়গা থাকবে।'

বাংলা খবর/ খবর/বিনোদন/
সাইকেল নিয়ে ক্যাফেতে গিয়ে চরম হেনস্থা! দেবলীনার প্রতিবাদের পরেই বদলে গেল নিয়ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল