TRENDING:

‘তোমার জীবনে বড় একটা কিছু ঘটতে চলেছে’, দেবের ট্যুইট রুক্মিণীকে !

Last Updated:

নাম রুক্মিণী মৈত্র ৷ মডেলিং জগত থেকে সোজা অভিনয়ে ৷ তবে এই সিনেমায় আসাটা একেবারে দেবের হাত ধরে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নাম রুক্মিণী মৈত্র ৷ মডেলিং জগত থেকে সোজা অভিনয়ে ৷ তবে এই সিনেমায় আসাটা একেবারে দেবের হাত ধরে ৷ তাই তো গুঞ্জন উঠেছিল, শুভশ্রী-র সঙ্গে সম্পর্কের ইতির পর রুক্মিণীই নাকি দেবের প্রেমিকা ৷ তবে এই গুঞ্জনকে একেবারে পাত্তা দেন না দেব ও রুক্মিণী, বরং নিজেদের বন্ধু ও কলিগ বলতেই পছন্দ করেন তাঁরা ৷
advertisement

হঠাৎ করে খবরে এসেছে দেবের পরের ছবি ‘হইচই আনলিমিটেড’ থেকে মিমি নাকি সরে গিয়েছেন ৷ তবে শোনা যাচ্ছিল, মিমির জায়গায় নাকি আসার কথা ছিল রুক্মিণী মৈত্রের ৷ তবে ছবির পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘মিমির জায়গায় একেবারেই আসছে না রুক্মিণী!’

আরও পড়ুন 

ফের মুক্তি পাচ্ছে বাহুবলি টু!

টলি পাড়ায় এই গুঞ্জন চলাকালীন, হঠাৎই রুক্মিণীকে ট্যুইট করলেন দেব৷ আর সেই ট্যুইট নিয়ে শোরগোল পড়ে গেল সিনে মহলে ৷ ট্যুইটে দেব লিখলেন, ‘যখনই তোমার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করবে, তখনই তোমার প্রয়োজন ভালো বন্ধুর ৷ আর তাছাড়াও তোমার জন্য বড় কিছু অপেক্ষা করছে !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেবের সঙ্গে জুটি বেঁধে ‘চ্যাম্প’ ছবি দিয়েই অভিনয় জীবনে পা রেখেছেন রুক্মিণী ৷ আর তারপর দেবের সঙ্গেই দ্বিতীয় ছবি ‘ককপিট’ ৷ সদ্য মুক্তি পাওয়া ‘কবীর’ ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন রুক্মিণী৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘তোমার জীবনে বড় একটা কিছু ঘটতে চলেছে’, দেবের ট্যুইট রুক্মিণীকে !