ছবির প্রযোজক অতনু রায় চৌধুরী(Atanu Ray Chaudhuri), পরিচালক অভিজিৎ সেন (Avijit Sen)। 'টনিক'- এর (Tonic Bengali Film) মুখ্য চরিত্রে রয়েছেন দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়। দেকা মিলবে শকুন্তলা বড়ুয়া, তনুশ্রী চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়েরও।
সোশ্যাল মিডিয়ায় 'পরাণ যায় জ্বলিয়া রে' তারকা জানান, ''২৪ ডিসেম্বর আসছে ছোট বড় সবার জন্যে টনিক। পরিচালনায় আছে অভিজিৎ দা, আমার ভীষণ প্রিয়, তাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে একটাই রিকোয়েস্ট সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন।''
advertisement
আরও পড়ুন: 'মধুবনে রাধা এমন করে নাচে না!', সানির নতুন গানের বিরুদ্ধে হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ
২০০৯ সালে 'চ্যালেঞ্জ' ছবিতে প্রথম একসঙ্গে দেখা যায় দেব-শুভশ্রীকে (Dev-Subhashree)! ছবিটি বক্স-অফিসে যেমন মারকাটারি হিট হয়েছিল, দর্শকও ১০০-এ ১০০ দিয়েছিল দেব-শুভশ্রী জুটিকে! একে একে এই জুটি কাঁপিয়েছেন 'পরাণ যায় জ্বলিয়া রে', ' রোমিও', 'খোকাবাবু'-র মতো সুপারডুপার হিট ছবিতে! সেই সময় ইন্ডাস্ট্রির অলিতে গলিতে কান পাতলেই শোনা যেত, দেব শুভশ্রীর মধ্যে নাকি প্রেম দানা বাঁধছে! যদিও দুই তারকার কেউ-ই এই বিষয়ে মুখ খোলেননি! সবসময় তাঁরা একে অপরকে 'ভাল বন্ধু'-ই বলে এসেছেন।
আরও পড়ুন: মাথায় বাঁধা খোঁপা, কালো টি- শার্ট...'পাঠান'-এর শ্যুটিংয়ে ফিরলেন শাহরুখ
শোনা যায়, একসময় নাকি দু'জনের মধ্যে সম্পর্কে তিক্ততা দেকা দিয়েছিল! তবে সে অতীত! বর্তমানে, রাজের ঘরণী শুভশ্রী। ছেলে ইউভানকে নিয়ে তাঁদের সুখের সংসার। অন্যদিকে দেব আর রুক্মিণীর বন্ধুত্বও মধুর! যদিও তাঁদের বন্ধুতা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই, কিন্তু তারকার কেউই এই বিষয়ে মুখ খোলেননি!