সদ্য মুক্তি পেয়েছে দেব অভিনীত ছবি ‘খাদান’! যদিও প্রথম দিকে সিনেমা হল পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন দেব! তবে সেই সমস্যার সমাধানও হয়ে গিয়েছে! আইনক্স থেকে গ্রাম বাংলার হলে রমরমিয়ে চলছে ‘খাদান’! কয়েক কোটি টাকার ব্যবসা করছে এই ছবি! যা বাংলা ছবির যাত্রাপথকে উন্নতির দিকে বেশ কয়েক ধাপ এগিয়ে দিল! দেবের জন্ম দিনে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে! ভক্তদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করতে দেখা গেল দেবকে!
advertisement
আরও পড়ুন: সরষে, সোয়াবিন নাকি সূর্যমুখী তেল খাবেন? বহু রোগকে দূর করে এই তেল! জানুন
এদিন দেবের বাড়ির সামনে ভক্তদের জমায়েত চমকে দেওয়ার মতো! সকলে মিলে বলতে শুরু করলেন, “শিরায় শিরায় রক্ত, দেবের ভক্ত!’ যা শুনে দেব নিজেই চমকে গেলেন। সেই সঙ্গে উঠল ‘খাদান’ ‘খাদান’ নামের জয়ধ্বনি! সকলকে নিয়েই দেব আজ তাঁর জন্মদিন পালন করলেন! বাংলার সুপারস্টার দেব ‘খাদান’ ছবির মধ্য দিয়ে আরও একবার নিজেকে প্রমাণ করলেন!