Healthcare: সরষে, সোয়াবিন নাকি সূর্যমুখী তেল খাবেন? বহু রোগকে দূর করে এই তেল! জানুন
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Healthcare: শরীরের জন্য কোন তেল খাওয়া ভাল? এই তেল খেলেই বহু জটিল রোগ দূর হবে! জানুন বিশেষজ্ঞের মত
advertisement
কী বলছেন পুষ্টিবিদ রঞ্জন দাস? স্বাস্থ্যকর গুণ কার বেশি সরষের তেল নাকি সূর্যমুখীর তেলের এই নিয়ে কিন্তু অনেকরকম মতভেদ রয়েছে। এছাড়াও যাঁদের ট্রাইগ্লিসারিডের সমস্যা রয়েছে, হার্টের সমস্যা রয়েছে তাঁদের কিন্তু সূর্যমুখীর তেল খাওয়ারই পরামর্শ দেওয়া হয়। সূর্যমুখীর তেল কিন্তু আমাদের শরীরের দুর্বলতা কাটায়। সেই সঙ্গে শরীরের কর্মক্ষমতাও বাড়ে।
advertisement
হার্ট ভাল রাখতে সাহায্য করে সূর্যমুখি তেল। শরীরে যদি কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু নানা রকম সমস্যা দেখা দেয়। এছাড়াও কোলেস্টেরল বাড়লে প্রেসার বাড়বেই, সেই সঙ্গে পিছু পিছু আসে হার্টের সমস্যা। তার জন্য কিন্তু ভাল হল সূর্যমুখীর তেল। কারণ এর মধ্যে ওলিক অ্যাসিড। এছাড়াও থাকে প্রচুর পরিমাণ ভিটামিন ই। তাই হার্টের সমস্যা দূরে রাখে।
advertisement
advertisement
advertisement
advertisement






