কলকাতা শহরের বিভিন্ন রাস্তায়, দোকানে, ট্রামে দুই নায়ক-নায়িকার রসায়নের এই কোলাজ দেখে মুগ্ধ দর্শকমহল। ২৪ ঘণ্টার মধ্যে ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে ভিউয়ারের সংখ্যা। এর আগেই ছবির ট্রেলার মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছিল। প্রথমত, বাংলার দুই সুপারস্টারের উপস্থিতি৷ তা ছাড়া জীবন-মৃত্যুর এই টানটান খেলায় কার জয় হবে, কার পরাজয়, তা জানতে উৎসাহ জেগেছে মানুষের মধ্যে। ছবিতে এ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে।
advertisement
এই হুল্লোড়ের মধ্যেই মুক্তি পেল প্রথম গান। গানের মূল চমক ঊষা উত্থুপ। 'চুম্বক মন' প্রেমের গানে নতুন মাত্রা যোগ করেছে বর্ষীয়ান সঙ্গীতশিল্পীর গলা। সেই গানমুক্তি অনুষ্ঠানে আরও বড় চমক ছিল দেব-ঊষার রোম্যান্টিক নাচ। নেপথ্যে এই নতুন গানটি বাজানো হল। ইশা, ঊষা এবং দেব নাচ শুরু করলেন মনের আনন্দে। আচমকাই গায়িকার হাত ধরে নিয়ে নাচ শুরু করলেন দেব। উল্লাস ধ্বনি শোনা গেল চার দিকে। তাঁদের নাচ দূর থেকে উপভোগ করার জন্য ইশাও খানিক দূরে সরে গিয়ে দাঁড়ালেন। পরে নাচে সামিল হলেন নায়িকাও।
আরও পড়ুন: কে কাছের মানুষ? দেবকে চেনাবেন প্রসেনজিৎ?
তবে কেবল নাচ নয়, গানটি সকলের সামনে গেয়েও শোনালেন ঊষা। আর তাঁদের নাচের সেই অংশের ভিডিওটি ট্যুইটারে শেয়ার করলেন গায়িকা। সঙ্গে লিখলেন, 'আমার কাছের মানুষ'-এর সঙ্গে 'চুম্বক মন' গান লঞ্চে।'
আরও পড়ুন: চোখের সামনে এ কী কাণ্ড! রিক্সায় বসে দেব, তিনচাকা টেনে নিয়ে গেলেন মিঠুন
আগামী ৩০ সেপ্টেম্বর পুজোর মুখে মুক্তি পাবে এই ছবি। দেব এন্টারটেইমেন্ট ভেঞ্চার্সের এই ছবিতে সুর দিয়েছেন নীলায়ন চট্টোপাধ্যায়।