advertisement
তেমনই দুই যুবকের গান এবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দু'জনেই দিল্লিতে ময়লা পরিস্কারের কাজ করেন। সারা দিন নোংরা তুলে নিয়ে জায়গা, রাস্তাঘটা পরিস্কার রাখাই তাঁদের কাজ। কিন্তু কে জানত এই দুই যুবকের গলায় ঢেলে সুর দিয়েছেন মা সরস্বতী। এক জনের নাম হাফিজ, দ্বিতীয় যুবকের নাম হাবিবুর। হাফিজ উদাত্ত গলায় গাইল ১৯৬৯ সালের ছবি 'আনমোল মতি' ছবির গান 'এ জানে চমন'। যা শুনে অবাক সকলে। আর হাবিবুর গাইল ২০১২ সালের শাহরুখ-কাজল অভিনীত ছবি 'মাই নেম ইস খান'-এর 'সাজদা' গানটি। এই গান শোনা মাত্রই বহু মানুষ শেয়ার করেছেন।
মাহিন্দ্রা গ্রুপের কর্ণধার আনন্দ মাহিন্দ্রা সবার আগে তাঁর ট্যুইটার হ্যান্ডেলে এই গান শেয়ার করেন। এবং দুই যুবকের প্রশংসা করেন। আনন্দকে এই ভিডিও দু'টি তাঁর এক বন্ধু পাঠিয়েছেন। এই দুই যুবকের প্রতিভা দেখে আনন্দ মাহিন্দ্রা বলেছেন, তাঁদের গানের তালিম দিতে চান। এবং ভবিষ্যতে গান নিয়ে চর্চা করার জন্য এই দুই যুবকের যা যা দরকার সব কিছুই সাহায্য করবেন তিনি।