TRENDING:

২০২১ সালের দীপাবলিতে মুক্তি পাবে মহাভারত, দ্রৌপদী চরিত্রে দীপিকা

Last Updated:

তাঁর জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম একটি বড় নাম ৷ তিনি বিভিন্ন ভূমিকায় দর্শকদের মন জয় করেছেন বারেবারে ৷ রানি থেকে রাজকুমারী চরিত্রে অভিনয় করতে সবাই দেখেছেন ৷ তবে এবার তাঁর অবিনয় জীবনের সব থেকে কঠিন চিত্রে অভিনয় করতে চলেছেন তিনি ৷ মহাভারতে দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করবেন তিনি ৷
advertisement

দীপিকা পাড়ুকোন ৷ ছবি সংগৃহীত ৷

জানা গিয়েছে ছবিটি ২০২১ সালের দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি ৷ এই সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ তরাণ আদর্শের একটি ট্যুইটে জানতে পারা গিয়েছে ৷ পদ্মাবতে অভিনয় করে বিশেষ প্রশংসা পেয়েছিলেন দীপিকা ৷ এরপরেই দ্রৌপদী শোনা যাচ্ছে এই চরিত্রে অভিনয় করার জন্য দীপিকা বেশ মুখিয়ে আছেন ৷ তাঁর জীবনের সব থেকে বড় চরিত্র বলেই মনে করা হচ্ছে ৷

advertisement

advertisement

মু্ম্বই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন তিনি যে কতখানি উৎসুক দ্রৌপদী চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে তা বলে বোঝানোর নয় ৷ মাহাভারত দুটি অংশে নির্মিত হবে ৷ এর প্রথম অংশ ২০২১ সাল মুক্তি পাবে মধু মন্তোনা প্রোডাকশন মহাবারতের প্রযোজনা করবে ৷ তবে এই ছবির নির্দেশনার দায়িত্ব কে নেবেন তা এখনও জানা যায়নি ৷

advertisement

দীপিকা পাড়ুকোন ৷ ছবি সংগৃহীত ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এমনটা শোনা যাচ্ছে রাজামৌলি অথবা সঞ্জয় লীলা বনশালী এই ছবির নির্দেশনার দায়িত্ব নেবেন ৷ এখনও পর্যন্ত এই ছবির প্রথম চরিত্র চিত্রণ দীপিকার মাধ্যমে সামনে এসেছে ৷ এখন দেখার বিষয় আর কোন কোন বড় নাম এই ছবির সঙ্গে জুড়বে ৷ এখন দীপিকা তার ছবি ছপাক নিয়ে ব্যস্ত যা জানুয়ারি ২০২০-তে মুক্তি পাবে ৷ রণবীরের সঙ্গে ৮৩-তে অভিনয় করবেন সেখানে দীপিকা কপিলদেবের স্ত্রী রোমি দেবের ভূমিকায় অভিনয় করবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
২০২১ সালের দীপাবলিতে মুক্তি পাবে মহাভারত, দ্রৌপদী চরিত্রে দীপিকা