জানা গিয়েছে ছবিটি ২০২১ সালের দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি ৷ এই সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ তরাণ আদর্শের একটি ট্যুইটে জানতে পারা গিয়েছে ৷ পদ্মাবতে অভিনয় করে বিশেষ প্রশংসা পেয়েছিলেন দীপিকা ৷ এরপরেই দ্রৌপদী শোনা যাচ্ছে এই চরিত্রে অভিনয় করার জন্য দীপিকা বেশ মুখিয়ে আছেন ৷ তাঁর জীবনের সব থেকে বড় চরিত্র বলেই মনে করা হচ্ছে ৷
advertisement
মু্ম্বই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন তিনি যে কতখানি উৎসুক দ্রৌপদী চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে তা বলে বোঝানোর নয় ৷ মাহাভারত দুটি অংশে নির্মিত হবে ৷ এর প্রথম অংশ ২০২১ সাল মুক্তি পাবে মধু মন্তোনা প্রোডাকশন মহাবারতের প্রযোজনা করবে ৷ তবে এই ছবির নির্দেশনার দায়িত্ব কে নেবেন তা এখনও জানা যায়নি ৷
এমনটা শোনা যাচ্ছে রাজামৌলি অথবা সঞ্জয় লীলা বনশালী এই ছবির নির্দেশনার দায়িত্ব নেবেন ৷ এখনও পর্যন্ত এই ছবির প্রথম চরিত্র চিত্রণ দীপিকার মাধ্যমে সামনে এসেছে ৷ এখন দেখার বিষয় আর কোন কোন বড় নাম এই ছবির সঙ্গে জুড়বে ৷ এখন দীপিকা তার ছবি ছপাক নিয়ে ব্যস্ত যা জানুয়ারি ২০২০-তে মুক্তি পাবে ৷ রণবীরের সঙ্গে ৮৩-তে অভিনয় করবেন সেখানে দীপিকা কপিলদেবের স্ত্রী রোমি দেবের ভূমিকায় অভিনয় করবেন ৷