TRENDING:

Deepika Padukone: মাতৃত্বের আভায় উজ্জ্বল দীপিকা; নিজের আসন্ন ছবি ‘কালকি ২৮৯৮ এডি’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

Last Updated:

Deepika Padukone: নাগ অশ্বিনের বহু প্রতীক্ষিত ‘কালকি ২৮৯৮ এডি’ ছবিতে এক মায়ের ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। আগামী ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নাগ অশ্বিনের বহু প্রতীক্ষিত ‘কালকি ২৮৯৮ এডি’ ছবিতে এক মায়ের ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। আগামী ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। তবে শুধু পর্দাতেই নয়, বাস্তবেও খুব শীঘ্রই মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন বলিউডের এই দাপুটে অভিনেত্রী।
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন
advertisement

আরও পড়ুনঃ বাংলা ছবিতে নতুন গোয়েন্দা জীতু কমল! টেক্কা দিতে পারবেন ফেলুদা-ব্যোমকেশ-শবরদের?

যদিও অন্তঃসত্ত্বা হওয়ার আগে থেকেই মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল দীপিকাকে। এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘জওয়ান’ ছবিতে মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এবার ‘কালকি ২৮৯৮ এডি’ ছবিতেও সেই একই ভূমিকায় অবতীর্ণ হবেন রণবীর-ঘরণী। তাঁর পাশাপাশি ওই ছবিতে দেখা যাবে প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দিশা পাটানির মতো ভারতীয় ছবির দুনিয়ার তাবড় তারকাদের।

advertisement

সম্প্রতি ‘কালকি ২৮৯৮ এডি’-র প্রি-রিলিজ ইভেন্ট অনুষ্ঠিত হল মুম্বইয়ে। সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং দীপিকা। কালো পোশাকে স্টাইলিশ অবতারে বেবি বাম্প ফ্লন্ট করতে দেখা গেল অভিনেত্রীকে। আবার তাঁর সঙ্গে খুনসুটিতে মাতলেন দক্ষিণী তারকা রাণা দগ্গুবতী। দীপিকার বেবি বাম্প দেখিয়ে রাণা বলেন, উনি এখনও নিজের চরিত্রেই রয়েছেন। অভিনেত্রী হেসে বলেন, “হ্যাঁ, আমি প্রায় তিন বছর ধরে এটার উপর কাজ করেছি। তাই আমি ভাবছিলাম আরও কয়েক মাস কেন বেবি বাম্প বহন করব না।”

advertisement

আশ্চর্যের বিষয় হল, দীপিকা এই প্রথম এমন কোনও চরিত্র বাছেননি। আর দীপিকা অভিনীত চরিত্রটির একটা বড়সড় তাৎপর্য রয়েছে ছবিটিতে। ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’-য় রণবীর কাপুরের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকাকে। অয়ন মুখোপাধ্যায়ের অ্যাস্ট্রাভার্স ট্রিলজির ওটাই ছিল প্রথম ভাগ। এর পাশাপাশি ওই ছবিতে ছিলেন আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, মৌনী রায় এবং নাগার্জুন আক্কিনেনির মতো তারকারাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এরপর গত বছর ‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকাকে। আসলে ওই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। ক্যাপ্টেন বিক্রম রাঠৌর এবং তাঁর পুত্র আজাদের ভূমিকায় দেখা গিয়েছিল বলিউড বাদশাকে। ক্যাপ্টেন বিক্রম রাঠৌরের স্ত্রী ঐশ্বর্য তথা আজাদের মায়ের ভূমিকাতেই অভিনয় করেছিলেন দীপিকা। আর বলাই বাহুল্য যে, তাঁর অভিনয় ব্যাপক ভাবে প্রশংসা কুড়িয়ে নিয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Deepika Padukone: মাতৃত্বের আভায় উজ্জ্বল দীপিকা; নিজের আসন্ন ছবি ‘কালকি ২৮৯৮ এডি’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল