ইনস্টাগ্রাম পোস্টে বাচ্চার জামা, জুতো, টুপির ‘ইমোজি’ও দিয়েছেন দীপিকা। সন্তান আসতে এখনও মাস আটেক বাকি। তবে তর সইছে না হবু মায়ের। ভাবী সন্তানের নামও নাকি ঠিক করে ফেলেছেন। একটি সাক্ষাৎকারে রণবীর দীপিকা দু’জনেই জানিয়েছিলেন তাঁরা সন্তান ভালবাসেন। সরাসরি মা হতে চলেছেন না বললেই বুঝিয়ে দেন দীপিকা।
আরও পড়ুন: বলিউডের বিখ্যাত এই গায়ক মাধুরীকে বিয়ে করতে রাজি হননি, কারণ শুনলে ভিরমি খাবেন!
শুধু তাই নয়, রণবীর নাকি সন্তানের নামও ঠিক করে ফেলেছেন। সেই সাক্ষাৎকারেই ২০২১ সালে রণবীর জানিয়েছিলেন সন্তানের নামও ঠিক করে রেখেছেন তাঁরা। ছেলে বা মেয়ে যা-ই হোক, নাম হবে শৌর্যবীর সিং। আর সেই পুরনো সাক্ষাৎকার বৃহস্পতিবার ফের নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: দামি দামি মশার তেল-ধূপ বাদ দিন, পাতিলেবুতে ‘এই’ জিনিসটি জ্বালান! মশার বংশ খুঁজে পাবেন না
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সুখবর দিলেন বলিউডের নায়িকা। ঘোষণা করলেন, তিনি এবং স্বামী রণবীর সিং তাঁদের প্রথম সন্তানের অপেক্ষা করছেন। কেবল অন্তঃসত্ত্বা হওয়ার খবর নয়, সন্তানের জন্ম দেওয়ার সম্ভাব্য সময়ের কথাও জানিয়ে দিলেন স্পষ্ট। কোনও লুকোছাপা নয়, চলতি বছর সেপ্টেম্বরে মাসে সময় দিয়েছেন চিকিৎসক।