TRENDING:

Deepika Padukone Ranveer Singh Baby Name: দীপিকা-রণবীরের সন্তানের নাম ঠিক আগেই! নতুন সদস্য আসছে এই সেপ্টেম্বরে, বাচ্চার নাম কী জানেন?

Last Updated:

Deepika Padukone Ranveer Singh Baby Name: ইনস্টাগ্রাম পোস্টে বাচ্চার জামা, জুতো, টুপির 'ইমোজি'ও দিয়েছেন দীপিকা পাড়ুকোন রণবীর সিং।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সন্তানের জন্ম দিতে চলেছেন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অভিনেতা স্বামী রণবীর সিংয়ের সঙ্গে এবারই প্রথম মা হবেন দীপিকা। কয়েকদিন ধরেই এই খবর ঘোরাফেরা করছিল সংবাদমাধ্যমে। বৃহস্পতিবার সকালেই সেই খবরে শিলমোহর দিয়েছেন তারকা দম্পতি। জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরেই ঘরে নতুন সদস্য আসতে চলেছে।
দীপিকা-রণবীর (ফাইল ছবি)
দীপিকা-রণবীর (ফাইল ছবি)
advertisement

ইনস্টাগ্রাম পোস্টে বাচ্চার জামা, জুতো, টুপির ‘ইমোজি’ও দিয়েছেন দীপিকা। সন্তান আসতে এখনও মাস আটেক বাকি। তবে তর সইছে না হবু মায়ের। ভাবী সন্তানের নামও নাকি ঠিক করে ফেলেছেন। একটি সাক্ষাৎকারে রণবীর দীপিকা দু’জনেই জানিয়েছিলেন তাঁরা সন্তান ভালবাসেন। সরাসরি মা হতে চলেছেন না বললেই বুঝিয়ে দেন দীপিকা।

আরও পড়ুন: বলিউডের বিখ্যাত এই গায়ক মাধুরীকে বিয়ে করতে রাজি হননি, কারণ শুনলে ভিরমি খাবেন!

শুধু তাই নয়, রণবীর নাকি সন্তানের নামও ঠিক করে ফেলেছেন। সেই সাক্ষাৎকারেই ২০২১ সালে রণবীর জানিয়েছিলেন সন্তানের নামও ঠিক করে রেখেছেন তাঁরা। ছেলে বা মেয়ে যা-ই হোক, নাম হবে শৌর্যবীর সিং। আর সেই পুরনো সাক্ষাৎকার বৃহস্পতিবার ফের নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

advertisement

আরও পড়ুন: দামি দামি মশার তেল-ধূপ বাদ দিন, পাতিলেবুতে ‘এই’ জিনিসটি জ্বালান! মশার বংশ খুঁজে পাবেন না

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সুখবর দিলেন বলিউডের নায়িকা। ঘোষণা করলেন, তিনি এবং স্বামী রণবীর সিং তাঁদের প্রথম সন্তানের অপেক্ষা করছেন। কেবল অন্তঃসত্ত্বা হওয়ার খবর নয়, সন্তানের জন্ম দেওয়ার সম্ভাব্য সময়ের কথাও জানিয়ে দিলেন স্পষ্ট। কোনও লুকোছাপা নয়, চলতি বছর সেপ্টেম্বরে মাসে সময় দিয়েছেন চিকিৎসক।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Deepika Padukone Ranveer Singh Baby Name: দীপিকা-রণবীরের সন্তানের নাম ঠিক আগেই! নতুন সদস্য আসছে এই সেপ্টেম্বরে, বাচ্চার নাম কী জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল