এরই মাঝে দীপিকার ৩৭তম জন্মদিন ছিল বৃহস্পতিবার। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে জন্মদিন পালনে ব্যস্ত ছিলেন সমুদ্রের মাঝে। আর সেই ভিডিও পোস্ট করলেন বলি নায়িকা। প্রমোদতরীতে সমুদ্রের হাওয়া খেতে দেখা যায় তাঁকে। চোখ বন্ধ করে প্রকৃতিকে উপভোগ করলেন দীপিকা।
আরও পড়ুন: সাফল্যের শীর্ষে তোমাকে দেখতে চাই... জন্মদিনে দীপিকাকে বিশেষ শুভেচ্ছাবার্তা শাহরুখের
advertisement
দীপিকার পরনে ছিল হলুদ বিকিনি। তার উপরে সাদা রঙের একটি ঢিলেঢালা শার্ট। সেই ভিডিওর তলায় নেটিজেনরা সমালোচনা করতে শুরু করেন বলি নায়িকাকে। তাঁরা সেই বিকিনির সঙ্গে 'বেশরম রং'-এর হলুদ বিকিনির মিল পেয়ে নায়িকাকে কটাক্ষ করলেন ভিডিওর তলায়।
ভিডিওতে দীপিকার ক্যাপশন, 'গত বছরটা ঠিক কেমন ছিল, তারই একটি আভাস। অন্তত বেশিরভাগ দিনই এভাবে কাটিয়েছি। নতুন বছরটাও যেন এরকম ভাবে কাটাই। নতুন বছরে আমাদের সকলের যেন উন্নতি হয়। জীবনের প্রতি কৃতজ্ঞতা বাড়ে যেন আরও। নতুন বছরের শুভেচ্ছা। জন্মদিনের শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ।' ভিডিও সৌজন্যে রণবীরের নাম উল্লেখ করেছেন নায়িকা।
আরও পড়ুন: বিতর্কের ঝড় সামলে অপরিবর্তিত থাকছে নাম! কবে মুক্তি পাচ্ছে 'পাঠান'-এর ট্রেলার
১০ জানুয়ারি মুক্তি পাবে 'পাঠান'-এর ট্রেলার। ছবিটির মুক্তির ঠিক দু'সপ্তাহ আগে তার প্রচার ঝলক প্রকাশ্যে আনা হচ্ছে। দর্শকের উত্তেজনার পারদ বাড়িয়ে তুলতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস।