মানুষের মনের নানা স্তর, জটিল সম্পর্ক ইত্যাদি ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে। আলিশা, করণ, টিয়া ও জেন এই চার চরিত্রকে নিয়ে তৈরি ছবি। আলিশা অর্থাৎ প্রধান চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন (Deepika Padukone in Gehraiyaan)। প্রতিটি ছবিতেই অভিনয়ে মুগ্ধ করেন তিনি। এটিও ব্যতিক্রম নয়। তাই আলিশার চরিত্রে দীপিকাকে দেখে মুগ্ধ নেটিজেন।
advertisement
আলিশা পেশায় একজন যোগা প্রশিক্ষক। স্বভাবে অন্তর্মুখী, শান্ত, দায়িত্বশীল, চিন্তিত। কিন্তু শৈশব মোটেই সুখকর ছিল না আলিশার। সেই খারাপ স্মৃতি এখনও তাকে পিছু করে। আর শৈশবে তৈরি হওয়া সম্পর্কের ধারণা প্রভাব ফেলেছে তার বর্তমানেও। ৬ বছর ধরে করণের সঙ্গে সম্পর্কে থাকলেও একঘেঁয়ে লাগতে শুরু করে তার। মনে হয় যেন দম আটকে আসছে।
এই জটিল চরিত্রে খুব সহজেই খাপ খেয়ে গিয়েছে দীপিকা (Deepika Padukone in Gehraiyaan)। তাঁর অভিনয় দেখে মনেই হয়নি তিনি অভিনয় করছেন। এমনই মতামত নেটিজেনদের। এক দর্শক টুইট করেছেন, "দীপিকা তুমি এই সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য। আমি তোমার জন্য গর্বিত ও খুব খুশি কারণ তুমি এই চরিত্রের জন্য কঠোর পরিশ্রম করেছ। আলিশা খান্না হিসেবে তুমি অসাধারণ। আলিশাকে জীবন্ত করে তোলার জন্য ধন্যবাদ।"
আর একজন টুইট করেছেন, "হিন্দি সিনেমায় বহুদিন পরে এমন সুন্দর গল্প দেখা গেল।" আর একজন লিখছেন, "বলতেই হবে দীপিকা পাডুকোন (Deepika Padukone in Gehraiyaan) সবচেয়ে সুন্দর। আজ পর্যন্ত এটাই তাঁর সেরা অভিনয় বলা যেতে পারে। শুধু দীপিকা নয়। অনন্যা, সিদ্ধান্ত তোমরাও দারুণ অভিনয় করেছো। সব মিলিয়ে খুব ভালো লেগেছে। এরকম আলাদা রকমের গল্প দেখে আনন্দ পেয়েছি।"