এবার সোশ্যাল মিডিয়া লাইভে এলেন দেবলীনার দিদি। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় যে ধরনের কুৎসা করা হচ্ছে দেবলীনাকে নিয়ে, তা দেখে তিনি আরও অসুস্থ হয়ে পড়ছেন। ‘আমার বোনের বহুদিন আগে ঘুমের সমস্যা হচ্ছিল। তখন ওকে ওষুধ দেওয়া হয়েছিল। সেই সময় থেকেই ও ওষুধ জমিয়েছিল। হালকা ডোজ ছিল বলে কিছু হয়নি ওর।’
advertisement
তিনি আরও বলেন, ‘প্রবাহ যা রোজগার করে আমার বোন তার তিনগুণ রোজগার করে। প্রবাহ খায় আমার বোনের পয়সায়। প্রত্যেক মাসে প্রবাহর ডিমান্ড থাকে। ৩১ ডিসেম্বরও আমার বোন ওর চাহিদা পূরণ করেছে। ১৯ হাজার টাকা দিয়ে ট্রলি কিনে দিয়েছে। ২৪ হাজার টাকার বেল্ট দেওয়া হয়েছিল। ও ৬০ হাজার টাকার নীচে পারফিউম ব্যবহার করে না। প্রবাহর শেষ কথা ছিল, কী করবে এখন সুইসাইড করবে?’ গতকালেও একটি লাইভ করেছিলেন তাঁর দিদি। সেখানেও তিনি বলেন, ‘প্রবাহ নন্দীর ইনারওয়্যারটাও আমার বোন কিনে এনে দেয়, তবে সে পরে। ও যা মাইনে পায় তার দেখে দ্বিগুণ খরচ আমার বোন করে।’
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ করেছেন দেবলীনা। লাইভে তিনি জানান, ‘সব দিকে সমস্যা চলছে। তা কর্মজীবন হোক বা পারিবারিক। বিয়ের পর থেকেই তাঁর পেশা নিয়ে, তাঁর মাকে নিয়ে সমস্যা শুরু হয়েছে। তাঁকে বারবার একটা কথাই শুনতে হচ্ছে মা-কে ছেড়ে দিতে হবে, এমন কথাই জানান গায়িকা। দেবলীনা বলেন, “আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু আর পারলাম না।… আমার মাকে তাদের পোষায় না বলে আমি মাকে ছেড়ে দেব। আমি আমার বেস্ট মোমেন্টগুলে ব্লগের মাধ্যমে শেয়ার করি। কিন্তু আমার জীবনে কী ঝামেলা হচ্ছে তা শেয়ার করি না। আমারও কোথাও গিয়ে মনে হয় আমি পজিটিভিটি শেয়ার করব। বিয়ের আগে বলো বা পরে অনেক ট্র্যাজেডি হয়েছে। ভেবেছিলাম সব ব্যালেন্স করব। কিন্তু মাকে ছাড়া আমার পক্ষে সম্ভব না। নিজে ছেঁড়া শাড়ি পরে আমার জন্য জামা নিয়ে আসত মা। আমার মতে মা আমার শো-তে না গেলে আমার শো ভাল হবে না। সেই মাকে কী করে ছেড়ে দেব! আমি আর পারছি না। মনে হচ্ছে লিমিটটা ক্রস করে যাব। সবকিছুরই শেষ আছে। বাই এনি চান্স যদি ডিটেল লাগে আমার কিছু বন্ধুরা সব জানে। যদি তারা মুখ খুলতে চায়, বলতেই পারে। প্রচুর গান আমার অ্যাভেলেবল আছে। সবাই শুনো। শেষে একটা কথাই বলতে চাই, আমি ভাল নেই। আমি সারাক্ষণ নাটক করি আমি ভাল আছি।’
জীবনের খুঁটিনাটি সব কিছুই তিনি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ার পর্দায়। বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নেন প্রতিমুহূর্তে। ২০২৪ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন কর্মসূত্রে একজন পাইলটের সঙ্গে। কিন্তু আচমকাই ছন্দপতন।
((DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
