TRENDING:

'৭৮টা ঘুমের ওষুধ কোথা থেকে এল?' শিউরে ওঠা ঘটনা সামনে আনলেন দেবলীনার দিদি

Last Updated:

জীবনের খুঁটিনাটি সব কিছুই তিনি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ার পর্দায়। বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নেন প্রতিমুহূর্তে। ২০২৪ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন কর্মসূত্রে একজন পাইলটের সঙ্গে। কিন্তু আচমকাই ছন্দপতন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হাসিমুখ, মিষ্টভাষী, সবসময় মুখে লেগে রয়েছে আনন্দের ছোঁয়া। কখনও তাঁর সুরের জাদুতে মুগ্ধ দুনিয়া, কখনও পারিবারিক ভ্লগে তিনি বাড়িরই মেয়ে, কখনও কচিকাঁচাদের শিক্ষক। সংগীতশিল্পী দেবলীনা নন্দীর জন্য এখন প্রার্থনা করছে গোটা নেটপাড়া। নিজের জীবন নিয়ে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। তারপর থেকেই সমাজমাধ্যম দ্বিধাবিভক্ত। অনেকেই বলছেন ‘৭৮টা ঘুমের ওষুধ কোথা থেকে এল? সেই ওষুধ খেয়েও বড় ক্ষতি এড়ানো গেল কীভাবে?’
শিউরে ওঠা ঘটনা সামনে আনলেন দেবলীনার দিদি
শিউরে ওঠা ঘটনা সামনে আনলেন দেবলীনার দিদি
advertisement

এবার সোশ্যাল মিডিয়া লাইভে এলেন দেবলীনার দিদি। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় যে ধরনের কুৎসা করা হচ্ছে দেবলীনাকে নিয়ে, তা দেখে তিনি আরও অসুস্থ হয়ে পড়ছেন। ‘আমার বোনের বহুদিন আগে ঘুমের সমস্যা হচ্ছিল। তখন ওকে ওষুধ দেওয়া হয়েছিল। সেই সময় থেকেই ও ওষুধ জমিয়েছিল। হালকা ডোজ ছিল বলে কিছু হয়নি ওর।’

advertisement

তিনি আরও বলেন, ‘প্রবাহ যা রোজগার করে আমার বোন তার তিনগুণ রোজগার করে। প্রবাহ খায় আমার বোনের পয়সায়। প্রত্যেক মাসে প্রবাহর ডিমান্ড থাকে। ৩১ ডিসেম্বরও আমার বোন ওর চাহিদা পূরণ করেছে। ১৯ হাজার টাকা দিয়ে ট্রলি কিনে দিয়েছে। ২৪ হাজার টাকার বেল্ট দেওয়া হয়েছিল। ও ৬০ হাজার টাকার নীচে পারফিউম ব্যবহার করে না। প্রবাহর শেষ কথা ছিল, কী করবে এখন সুইসাইড করবে?’ গতকালেও একটি লাইভ করেছিলেন তাঁর দিদি। সেখানেও তিনি বলেন, ‘প্রবাহ নন্দীর ইনারওয়্যারটাও আমার বোন কিনে এনে দেয়, তবে সে পরে। ও যা মাইনে পায় তার দেখে দ্বিগুণ খরচ আমার বোন করে।’

advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ করেছেন দেবলীনা। লাইভে তিনি জানান, ‘সব দিকে সমস্যা চলছে। তা কর্মজীবন হোক বা পারিবারিক। বিয়ের পর থেকেই তাঁর পেশা নিয়ে, তাঁর মাকে নিয়ে সমস্যা শুরু হয়েছে। তাঁকে বারবার একটা কথাই শুনতে হচ্ছে মা-কে ছেড়ে দিতে হবে, এমন কথাই জানান গায়িকা। দেবলীনা বলেন, “আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু আর পারলাম না।…  আমার মাকে তাদের পোষায় না বলে আমি মাকে ছেড়ে দেব। আমি আমার বেস্ট মোমেন্টগুলে ব্লগের মাধ্যমে শেয়ার করি। কিন্তু আমার জীবনে কী ঝামেলা হচ্ছে তা শেয়ার করি না। আমারও কোথাও গিয়ে মনে হয় আমি পজিটিভিটি শেয়ার করব। বিয়ের আগে বলো বা পরে অনেক ট্র্যাজেডি হয়েছে। ভেবেছিলাম সব ব্যালেন্স করব। কিন্তু মাকে ছাড়া আমার পক্ষে সম্ভব না। নিজে ছেঁড়া শাড়ি পরে আমার জন্য জামা নিয়ে আসত মা। আমার মতে মা আমার শো-তে না গেলে আমার শো ভাল হবে না। সেই মাকে কী করে ছেড়ে দেব! আমি আর পারছি না। মনে হচ্ছে লিমিটটা ক্রস করে যাব। সবকিছুরই শেষ আছে। বাই এনি চান্স যদি ডিটেল লাগে আমার কিছু বন্ধুরা সব জানে। যদি তারা মুখ খুলতে চায়, বলতেই পারে। প্রচুর গান আমার অ্যাভেলেবল আছে। সবাই শুনো। শেষে একটা কথাই বলতে চাই, আমি ভাল নেই। আমি সারাক্ষণ নাটক করি আমি ভাল আছি।’

advertisement

জীবনের খুঁটিনাটি সব কিছুই তিনি তুলে ধরেন সোশ্যাল মিডিয়ার পর্দায়। বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নেন প্রতিমুহূর্তে। ২০২৪ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন কর্মসূত্রে একজন পাইলটের সঙ্গে। কিন্তু আচমকাই ছন্দপতন।

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলমহলের মানুষজন খুঁজে পেলেন আয়ের নয়া দিশা! শালপাতার থালা-বাটি বানিয়ে কামাচ্ছেন টাকা
আরও দেখুন

((DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
'৭৮টা ঘুমের ওষুধ কোথা থেকে এল?' শিউরে ওঠা ঘটনা সামনে আনলেন দেবলীনার দিদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল