দেবজ্যোতি মিশ্র জানালেন," ঋতু নিয়ে এমন একটা অর্কেস্ট্রা সত্যি বেশ শোনার মতো। একসঙ্গে বারো'টি দোতারা, ছ'টি এসরাজ বাজছে, বাংলার ঢোল, আবার বেহালা, চেলো, ভিয়োলা, গান হচ্ছে। সব মিলিয়ে বাংলার বিভিন্ন ঋতুর যে সাউন্ড এফেক্টস সেগুলো এই ১০ মিনিটের প্রোডাকশনে তুলে ধরা হচ্ছে। গোটা ব্যাপারটাই দারুণ। এরকম অনুষ্ঠান সচরাচর হয় না। এমন একটা অনুষ্ঠানে ডাক পেয়ে খুব ভালো লাগছে। গানের সুরে রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, লোকসুর সব মিলিয়ে বাংলার সঙ্গীতে ঋতু বৈচিত্র্য যে ভাবে ফুটে উঠেছে তা আমাদের এই নিবেদনের মূল আধার।"
advertisement
আরও পড়ুন: ১০ জন অভিনেত্রী-সুপার মডেল আসতেন তিহার জেলে সুকেশের সঙ্গে দেখা করতে! ইডি-র খবরে চাঞ্চল্য
চমক এখানেই শেষ নয়, এ ছাড়াও আরকটা বিশেষ নিবেদনে ছিল, বাংলার কবিদের কবিতায় লাইভ আবহ নির্মান। এই প্রোডাকশনে বাংলার বিভিন্ন কবি, রবীন্দ্রনাথ থেকে শুরু করে দ্বিজেন্দ্রলাল রায়, কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমান, ইলিয়াস, বেগম সুফিয়া কামাল, সিকান্দার আবু জাফর, সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্, আসাদ চৌধুরী, কামাল চৌধুরী, আনিসুল হকের লাইভ কবিতা পাঠের সাথে একশো জনের একটা লাইভ অর্কেস্টা ছিল। কবিতার লাইভ এত বড় মাপের আবহ নির্মান এক অন্যরকম প্রয়াস বলা যায়। সঙ্গীতের উদযাপন তো বটেই এই অনুষ্ঠানের মাধ্যমে আরও একববার মিলে মিশে একাকার হল দুই বাংলার সংস্কৃতি। দেবজ্যোতি মিশ্রর নিবেদন এই অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে দেয়। শিল্পীও বেশ আনন্দ পেয়েছেন এই অনুষ্ঠানের অংশ হতে পেরে।
ARUNIMA DEY