TRENDING:

Debina Viral Video: নচিকেতার গানে সন্তানকে ঘুম পাড়াচ্ছেন বাঙালি অভিনেত্রী দেবিনা, মাতৃত্বের প্রতিটি মুহূর্তই জীবনের এক বিরাট 'সেলিব্রেশন'

Last Updated:

Debina Viral Video: গত ৩ এপ্রিল কন্যাসন্তানের মা হয়েছেন মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। ৪ এপ্রিল সে খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেত্রীর পঞ্জাবি স্বামী গুরমিত চৌধুরি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সদ্য মা হয়েছেন মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী শোভাবাজারের মেয়ে দেবিনা বন্দ্যোপাধ্যায় (Debina Bonnerjee)। সদ্যোজাত একরত্তির একঝলকও ইতিমধ্যেই শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সবে মাতৃত্বে পা রাখা দেবিনাকে এবার দেখা গেল সন্তানকে ঘুম পাড়াতে বাংলায় গান ধরেছেন অভিনেত্রী (Debina Viral Video)। আর যে সে গান নয়, বলিউড অভিনেত্রীর গলায় শোনা গেল নচিকেতা চক্রবর্তীর একটি অত্যন্ত জনপ্রিয় গান। মা-মেয়ের মিষ্টি আদরে ভরানো সেই মুহূর্ত নিমেষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বলিউডের বাঙালি অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়
বলিউডের বাঙালি অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়
advertisement

আরও পড়ুন :শুরু হোক পয়লা বৈশাখ থেকে, গরমে বাড়িতে বানান কাঁচা আমের এই স্বাদে-স্বাস্থ্যে ভরপুর ৫ পদ!

‘এ মন ব্যাকুল যখন তখন, ডেকে যায় বারে বারে", নচিকেতা চক্রবর্তীর সেই বিখ্যাত গানই গাইলেন দেবিনা  (Debina Viral Video) তাঁর ছোট্ট সন্তানকে ঘুম পাড়ানোর সময়। গেয়ে সদ্যোজাতকে ঘুম পাড়াচ্ছে নতুন মা। তাঁর গলায় শুনে মুগ্ধ বাংলার ভক্তরাও। নিজেই সেই ভিডিয়ো পোস্ট করেছেন। একটি সাদা রঙের এথনিক পোষাকে অত্যন্ত ঘরোয়া আঙ্গিকেই ভিডিও শ্যুট করেছেন দেবিনা। সাদা বেবি র্যাপে মেয়েকে মুড়ে রেখেছেন। মাথায় হালকা গোলাপি টুপি। ঠিক যেন এক ডলপুতুল।

advertisement

গত ৩ এপ্রিল কন্যাসন্তানের মা হয়েছেন মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় (Debina Bonnerjee)। ৪ এপ্রিল সে খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেত্রীর পঞ্জাবি স্বামী গুরমিত চৌধুরি। লিখেছিলেন, ‘সবার আশীর্বাদে আমার একটি ফুটফুটে রাজকন্যেকে এনেছি এই দুনিয়ায়। ভালোবাসা ও কৃতজ্ঞতা আমাদের তরফ হতে।’ প্রসঙ্গত ওই একইদিনে ছেলে হয়েছে ভারতী আর হর্ষের।

advertisement

আরও পড়ুন : নারীরা এমনকি সঙ্গীকেও বলেন না 'এই' পাঁচটি বিষয়! জানেন কোনগুলি?

দেবিনার  (Debina Viral Video) ঘুম পাড়ানি গানের পোস্টে এদিন শুভেচ্ছার বন্যা বয়ে যায়। অনুরাগীদের কেউ লিখেছেন, ‘তোমার মুখে বাংলা শুনতে বরাবরই ভালো লাগে। আর এই গানটার মাধুর্যই যেন আলাদা’। অপরজন লিখেছেন, ‘এই জন্যই বলে মা-ই হল সন্তানের প্রথম শিক্ষক।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এনডিটিভি ইমাজিন চ্যানেলে রাম ও সীতার চরিত্রে অভিনয় করার সময় থেকেই প্রেম দেবিনা আর গুরমিতের। তখন ২০০৬। এর পাঁচ বছর পর ২০১১ সালে বিয়ে করেন তাঁরা। ঠিক ১১ বছরের মাথায় ঘর আলো করে এল খুদে। আর আজকাল সেই একরত্তিকে নিয়েই সময় কাটছে দেবিনার।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Debina Viral Video: নচিকেতার গানে সন্তানকে ঘুম পাড়াচ্ছেন বাঙালি অভিনেত্রী দেবিনা, মাতৃত্বের প্রতিটি মুহূর্তই জীবনের এক বিরাট 'সেলিব্রেশন'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল