আরও পড়ুন :শুরু হোক পয়লা বৈশাখ থেকে, গরমে বাড়িতে বানান কাঁচা আমের এই স্বাদে-স্বাস্থ্যে ভরপুর ৫ পদ!
‘এ মন ব্যাকুল যখন তখন, ডেকে যায় বারে বারে", নচিকেতা চক্রবর্তীর সেই বিখ্যাত গানই গাইলেন দেবিনা (Debina Viral Video) তাঁর ছোট্ট সন্তানকে ঘুম পাড়ানোর সময়। গেয়ে সদ্যোজাতকে ঘুম পাড়াচ্ছে নতুন মা। তাঁর গলায় শুনে মুগ্ধ বাংলার ভক্তরাও। নিজেই সেই ভিডিয়ো পোস্ট করেছেন। একটি সাদা রঙের এথনিক পোষাকে অত্যন্ত ঘরোয়া আঙ্গিকেই ভিডিও শ্যুট করেছেন দেবিনা। সাদা বেবি র্যাপে মেয়েকে মুড়ে রেখেছেন। মাথায় হালকা গোলাপি টুপি। ঠিক যেন এক ডলপুতুল।
advertisement
গত ৩ এপ্রিল কন্যাসন্তানের মা হয়েছেন মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় (Debina Bonnerjee)। ৪ এপ্রিল সে খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেত্রীর পঞ্জাবি স্বামী গুরমিত চৌধুরি। লিখেছিলেন, ‘সবার আশীর্বাদে আমার একটি ফুটফুটে রাজকন্যেকে এনেছি এই দুনিয়ায়। ভালোবাসা ও কৃতজ্ঞতা আমাদের তরফ হতে।’ প্রসঙ্গত ওই একইদিনে ছেলে হয়েছে ভারতী আর হর্ষের।
আরও পড়ুন : নারীরা এমনকি সঙ্গীকেও বলেন না 'এই' পাঁচটি বিষয়! জানেন কোনগুলি?
দেবিনার (Debina Viral Video) ঘুম পাড়ানি গানের পোস্টে এদিন শুভেচ্ছার বন্যা বয়ে যায়। অনুরাগীদের কেউ লিখেছেন, ‘তোমার মুখে বাংলা শুনতে বরাবরই ভালো লাগে। আর এই গানটার মাধুর্যই যেন আলাদা’। অপরজন লিখেছেন, ‘এই জন্যই বলে মা-ই হল সন্তানের প্রথম শিক্ষক।’
এনডিটিভি ইমাজিন চ্যানেলে রাম ও সীতার চরিত্রে অভিনয় করার সময় থেকেই প্রেম দেবিনা আর গুরমিতের। তখন ২০০৬। এর পাঁচ বছর পর ২০১১ সালে বিয়ে করেন তাঁরা। ঠিক ১১ বছরের মাথায় ঘর আলো করে এল খুদে। আর আজকাল সেই একরত্তিকে নিয়েই সময় কাটছে দেবিনার।