বেশ কয়েক মাস আগে সায়ন্ত মোদকের সঙ্গে মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন দেবচন্দ্রিমা। বিদেশ ভ্রমণের খুঁটিনাটি ভ্লগের আকারে ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। তাঁদের রসায়নে বুঁদ হয়েছিলেন অনুরাগীরা। কিন্তু দুই তারকার প্রেম খুব বেশি দিন টেকেনি। বিচ্ছেদের কারণ নিয়ে যদিও কখনও মুখ খোলেননি তাঁরা। তবে কিছু দিন আগেই মালদ্বীপে অবসর যাপনের একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। লেখেন, 'মালদ্বীপ, তোমাকে কখনওই ভুলতে পারব না।'
advertisement
আরও পড়ুন: নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়েকে দেখেছেন? 'এই' ভিডিও শেয়ার করার পরই চর্চার কেন্দ্রে সুন্দরী শোরা!
আরও পড়ুন: 'কানতারা' ছবির লক্ষ্মীলাভ ৪০০ কোটির বেশি, নায়ক পেলেন নামমাত্র, কার পারিশ্রমিক কত
ছবি পোস্ট করতেই যত ক্ষণ। অতীতের প্রসঙ্গ টেনে দেবচন্দ্রিমাকে আক্রমণ করে নেটিজেনদের একাংশ। একজন লেখেন, 'ছবিটি তো সায়ন্তদা তুলে দিয়েছে। ওর কথাটা বলো।' অন্য জনের প্রশ্ন, 'যিনি ছবিটা তুলে দিয়েছেন, তাঁকে ভুলতে পেরেছেন?' এমন অসংখ্য তির্যক মন্তব্য ধেয়ে আসে অভিনেত্রীর দিকে।
দেবচন্দ্রিমা যদিও এ সব নিয়ে ভাবিত নন। তাঁর কথায়, "নেতিবাচকতাকে পাত্তা দেওয়ার সময় আমার নেই। ছবি পোস্ট করে রেখে দিই। কে কী লিখল, পড়ি না।"