TRENDING:

Singer Influencer passes away: কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন বহুল জনপ্রিয় ইনফ্লুয়েন্সার তথা লোকসঙ্গীত শিল্পী!

Last Updated:

তাঁর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে গায়কের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নক্সভিলে বিগ ইয়ার্স উৎসবে শেষে বাড়ি ফিরে আসার পর তার নিজ রাজ্য ওরেগনে হার্লি প্রয়াত হয়েছেন। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
৮৩ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী তথা ইনফ্লুয়েন্সার মাইকেল হার্লি। তাঁর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে গায়কের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি। তাঁর মৃত্যুতে পরিবার এবং আপামর সঙ্গীত দুনিয়া গভীরভাবে শোকাহত।
News18
News18
advertisement

মাইকেল হার্লি এমন গান গাওয়া বা লেখার জন্য পরিচিত ছিলেন যা সম্পূর্ণ অপ্রচলিত বিষয়বস্তু নিয়ে। আরও সহজভাবে বলতে গেলে তিনি এমন গান গেয়েছিলেন এবং লিখেছিলেন যা হার্লি ছাড়া অন্য কেউ লিখতে বা গাইতে পারতেন না। মাছের হাড়, বিস্কুট রোলার, ওয়্যারউলফ, পরিত্যক্ত শূকর কেউই বাদ যায়নি।

অন্যদিকে একই দিনে প্রয়াত প্রবীণ তামিল ও মালায়ালাম অভিনেতা রবিকুমার মেনন। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ৭১ বছর বয়সী এই অভিনেতা ক্যানসার আক্রান্ত ছিলেন। শনিবার তাঁর মরদেহ চেন্নাইয়ের ভালাসরাভাক্কামে নিজ বাসভবনে আনা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রবিকুমারের ছেলে খবর নিশ্চিত করেছেন। শুক্রবার সকালে চেন্নাইয়ের ভেলাচেরিস্থ প্রশান্ত হাসপাতালে তিনি প্রয়াত হন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সপ্তাহান্তে চেন্নাইতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Singer Influencer passes away: কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন বহুল জনপ্রিয় ইনফ্লুয়েন্সার তথা লোকসঙ্গীত শিল্পী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল