মাইকেল হার্লি এমন গান গাওয়া বা লেখার জন্য পরিচিত ছিলেন যা সম্পূর্ণ অপ্রচলিত বিষয়বস্তু নিয়ে। আরও সহজভাবে বলতে গেলে তিনি এমন গান গেয়েছিলেন এবং লিখেছিলেন যা হার্লি ছাড়া অন্য কেউ লিখতে বা গাইতে পারতেন না। মাছের হাড়, বিস্কুট রোলার, ওয়্যারউলফ, পরিত্যক্ত শূকর কেউই বাদ যায়নি।
অন্যদিকে একই দিনে প্রয়াত প্রবীণ তামিল ও মালায়ালাম অভিনেতা রবিকুমার মেনন। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ৭১ বছর বয়সী এই অভিনেতা ক্যানসার আক্রান্ত ছিলেন। শনিবার তাঁর মরদেহ চেন্নাইয়ের ভালাসরাভাক্কামে নিজ বাসভবনে আনা হবে।
advertisement
রবিকুমারের ছেলে খবর নিশ্চিত করেছেন। শুক্রবার সকালে চেন্নাইয়ের ভেলাচেরিস্থ প্রশান্ত হাসপাতালে তিনি প্রয়াত হন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সপ্তাহান্তে চেন্নাইতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।