TRENDING:

মা-ভাই মুম্বইয়ে, খুব দুশ্চিন্তা হচ্ছে ! ট্যুইট করলেন প্রিয়াঙ্কা চোপড়া

Last Updated:

প্রিয়াঙ্কার মন যেন পড়ে রয়েছে সুদূর এই মুম্বইতেই ৷ তাই তো ঘন ঘন টিভিতে চোখ ৷ খবর শোনা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মুম্বইতে নেই তিনি ৷ প্রিয়াঙ্কা এখন স্বামী নিক জোনাসের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে ৷ কিন্তু প্রিয়াঙ্কার মন যেন পড়ে রয়েছে সুদূর এই মুম্বইতেই ৷ তাই তো ঘন ঘন টিভিতে চোখ ৷ খবর শোনা ৷
advertisement

নিসর্গ ঝড়ের খবর পাওয়ার পর থেকেই দুশ্চিন্তায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ কারণ, মুম্বইয়ে রয়েছেন তাঁর মা ও ভাই৷ তবে শুধুই মা-ভাইদের জন্য নয়, প্রিয়াঙ্কা চোপড়া দুশ্চিন্তা প্রকাশ করলেন মুম্বইবাসীদের জন্যও ৷ ট্যুইটারে লিখলেন, বিএমসি-র দেওয়া গাইড লাইন যেন সবাই মেনে চলেনে৷

দেখুন প্রিয়াঙ্কার ট্যুইট---

ভূমিভাগে আছড়ে পড়ল সাইক্লোন 'নিসর্গ' । তার জেরে মুম্বই-সহ গোটা মহারাষ্ট্র জুড়ে  শুরু হয়ে গিয়েছে প্রবল তাণ্ডবলীলা । আগামী ৩ ঘণ্টা ধরে আছড়ে পড়ার প্রক্রিয়া চলবে, জানিয়েছে মৌসম ভবন । মহারাষ্ট্রের রায়গড় জেলায় ঝড়ের মুখ প্রথম প্রবেশ করে । দুপুর ১২.৩০ মিনিটে শুরু হয় আছড়ে পড়ার প্রক্রিয়া । আলিবাগ থেকে ৪০ কিলোমিটার এবং মুম্বই থেকে ৯৫ কিলোমিটার দূরে রায়গড়ে  আছড়ে পড়ে প্রবল শক্তি নিয়ে । তবে মুম্বই-এ ঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়েনি । বাণিজ্যনগরীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

View Survey

বাংলা খবর/ খবর/বিনোদন/
মা-ভাই মুম্বইয়ে, খুব দুশ্চিন্তা হচ্ছে ! ট্যুইট করলেন প্রিয়াঙ্কা চোপড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল