আরও পড়ুন- “পরজন্মে ছেলে হয়ে জন্মাতে চাই,” কোন যন্ত্রণায় এ আক্ষেপ পুষ্পা নায়িকা রশ্মিকার?
রণবীর সিং (Ranveer Singh) ইনস্টাগ্রামে কিংবদন্তী শেন ওয়ার্নের একটি ছবি শেয়ার করেছেন।
সানি দেওলও তাঁর শ্রদ্ধা নিবেদন করেছেন এবং লিখেছেন, “ক্রিকেট আজ এক মূল্যবান রত্ন হারিয়েছে। শান্তিতে থাকুন কিংবদন্তী শেন ওয়ার্ন। খুব তাড়াতাড়ি চলে গেলেন, প্রার্থনা রইল।”
advertisement
উর্মিলা মাতণ্ডকারও (Urmila Matondkar) শেন ওয়ার্নের মৃত্যুতে শোক প্রকাশ করে ট্যুইট করেছেন, “ক্রিকেট কিংবদন্তী শেন ওয়ার্নের অকাল মৃত্যুর (Shane Warne Death) কথা শুনে অত্যন্ত মর্মাহত এবং শোকস্তব্ধ। কিংবদন্তী অসি লেগ স্পিনারকে মিস করব! শান্তিতে থাকুন!”
দেখুন অর্জুন কাপুরের (Arjun Kapoor) ইনস্টাগ্রাম পোস্ট
আরও পড়ুন- 'স্যর পড়ায় মন বসছে না', ভক্তকে পড়াশোনার পরামর্শ শাহরুখের!হাসির রোল নেট দুনিয়ায়
অভিনেত্রী ডায়ানা পেন্টিও ক্রিকেটের দুঃখজনক দিন বলেই মনে করছেন এই প্রয়াণের (Shane Warne Death) খবরকে।
বোমান ইরানি, অর্জুন রামপাল, পুলকিত সম্রাট, রণদীপ হুডা, অর্জুন কাপুর, গীতা বসরা এবং শিল্পা শেট্টি সহ অন্যান্য সেলিব্রিটিরাও প্রয়াত ক্রিকেটারকে তাঁদের শ্রদ্ধা জানিয়েছেন।