TRENDING:

কোভিডে মাতৃহীন অভিনেত্রী ও পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়

Last Updated:

শোকসংবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় চূর্ণী এবং তাঁর স্বামী পরিচালক তথা অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে সমবেদনা জানিয়েছেন শুভার্থীরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : মাকে হারালেন অভিনেত্রী ও পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায় ৷ কোভিডে আক্রান্ত হয়ে মঙ্গলবার প্রয়াত হয়েছেন তাঁর মা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ৷ শোকসংবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় চূর্ণী এবং তাঁর স্বামী পরিচালক তথা অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে সমবেদনা জানিয়েছেন শুভার্থীরা ৷
advertisement

সপরিবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন চূর্ণীও ৷ ফেসবুক পোস্টে কৌশিক জানিয়েছিলেন, তাঁদের ছেলে উজান সুস্থ হয়ে ওঠার পর দেখাশোনা করছেন বাবা মায়ের ৷ পরিচালক লিখেছিলেন, ‘‘…পরিচিত, পারিবারিক ও বন্ধু ডাক্তারদের নির্দেশ মতোই চলছি। আপনাদের ভালোবাসায় আশাকরি দ্রুত এই সময়টা আমরা কাটিয়ে উঠতে পারবো। কিছু বন্ধুরা খাওয়ার পৌঁছে দিয়ে বিরাট সাহায্য করেছেন। পরিবারে তিনজনই কাবু হলে তখন বড় ভয়ানক হয় পরিস্থিতি…৷’’

advertisement

নিজেদের খবর জানানোর পাশপাশি কৌশিক করোনা নিয়ে সতর্ক করেছিলেন সকলকে৷ বলেছিলেন, কোনও উপসর্গকে নিজের মনে মতো অন্য কোনও সহজ রোগ ভেবে অবহেলা না করতে ৷ যে কোনও প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন তিনি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কোভিডমুক্ত হওয়ার পর জীবনের ছন্দে ফেরার আগে আরও এক মানসিক ধাক্কার মুখোমুখি চূর্ণী, কৌশিক এবং তাঁদের ছেলে উজান ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
কোভিডে মাতৃহীন অভিনেত্রী ও পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল