করোনা আতঙ্কে নিয়ে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিগ বি। বার বার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট শেয়ার করে সকলকে বাড়িতে থাকতে আর সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দিয়েছেন। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ১ লক্ষ দৈনিক মজুরের মানুষের খাবারের দায়িত্ব নিয়েছেন তিনি। দেশের এই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, প্রত্যেকেই নিজের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।
advertisement
এবার ফ্যানদের উদেশ্যে একটি শর্ট ফিল্ম বানিয়েছন বিগ বি। এই ফিল্মে শুধুমাত্র বলিউড নয় অংশ নিয়েছে টলি -দক্ষিণী সকলেই। ৪ মিনিট ৩৫ সেকেন্ডের এই ভিডিওটিতে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রজনীকান্ত, আলিয়া, রণবীর, প্রিয়াঙ্কা, দিলজিত-সহ আরও অনেককেই। একটা মাত্র কালো চশমাকে হাতিয়ার বানিয়েই তৈরি হয়েছে গোটা ভিডিওটি। যা মুহূর্তের মধ্যে নজর কেড়েছে সকলের। দেখে নিন ভিডিওটি। ভিডিওতে অমিতাভের বার্তায়, 'সারা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি একটি পরিবার। আমরা সবাই এক। এই সংকটকালে সবাই সুস্থ থাকুন, ভয় পাবেন না, প্যানিক করবেন না। বাড়িতে থাকুন। এই লড়াইটা আমরা জিতব। আমাদের জিততেই হবে।' ভিডিওটির সেসে তিনি এটাও জানিয়ে দেন যে এই ভিডিওটির করার জন্য কেউই বাড়ি থেকে বেরান নি। সকলেই নিজেদের বাড়িতে আছে।
দেখুন ভিডিওটি...