ইউটিউবের খুব জনপ্রিয় নাম ক্যারি মিনাটি। তাঁর রোস্টিং ভিডিও জন্য তিনি বিখ্যাত। সেই সব ভিডিওর মাধ্যমে তিনি বহু মানুষকে আনন্দ দিয়েছেন। তবে শুধু নিজের কটেন্ট নয়, খারাপ সময় মানুষের পাশে থেকেও তিনি নজির গড়েছেন। ২০২০ সালে অসম ও বিহারের বন্যা, ২০১৮ সালে কেরলের বন্যা, পুলওয়ামা অ্যাটাক, ২০১৯ এর ফনি, ২০২২ -এর অসমের বন্যা ইত্যাদি ঘটনার পরও তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কখনও লাইভ স্ট্রিমিং করে, আবার কখনও নিজের থেকে এই সব মানুষের কাছে সাহায্য পৌঁছে দিয়েছেন। আর এবার তিনি করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্তদের জন্য সাহায্য পৌঁছে দিলেন।
advertisement
আরও পড়ুন: ‘আমি চর্চাতেই থাকতে চাই’ দেবের সঙ্গে কাজ নিয়ে বিরূপ মন্তব্যে যা বললেন সৌমিতৃষা
এবারও তিনি লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে দুর্ঘটনা কবলিতদের জন্য অর্থ সংগ্রহ করলেন। তিনি নিজের ইউটিউব চ্যানেল ‘ক্যারিস লাইভ’-এ কয়েক ঘণ্টা টানা চ্যারিটি স্ট্রিমিং-এর আয়োজন করেছিলেন। শনিবার তিনি এই এটি করেন। এদিনের লাইভ স্ট্রিমিং থেকে ১১ লাখ ২৬ হাজার ৪৫০ টাকা সংগ্রহ করেন। সেই সঙ্গে তিনি নিজেও ১.৫ লাখ টাকা দান করেছেন। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ১৩ লাখ টাকা দিতে তিনি ওড়িশার মুখ্যমন্ত্রীর তহবিলে দান করবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: বলিউডে সঞ্চালকের ভূমিকায় স্যান্ডি! কোনও শো তে দেখা যাবে তাঁকে? দেখে নিন
তিনি জানান এই দুর্ঘটনার ভিডিও দেখে তাঁর মন খারাপ হয়ে যাচ্ছে। যাঁরা যাঁরা এই দুর্ঘটনার মধ্যে দিয়ে গেছেন তাঁদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। আহতদের জন্য দ্রুত আরোগ্য কামনা করেছেন। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন এই দুর্ঘটনায় তাঁদের প্রতিও সমবেদনা জানাতে ভোলেননি ক্যারি।
তিনি শনিবার তাঁর ইউটিব চ্যানেলে একটি পোস্ট করে লিখে লাইভ স্ট্রিমিং-এর জন্য আহ্বান জানান। তিনি লেখেন ‘ওড়িশা ট্রেন দুর্ঘটনার কথা শুনে সত্যিই মন খুব খারাপ, আজ রাত ৯টায় একটি লাইভ স্ট্রিমিং হবে। দয়া করে আসুন এবং আপনার পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করুন। অর্থের পরিমান ছোট বা বড় সেটা নয়, সবটাই নেওয়া হবে।’