TRENDING:

মাইক্রোম্য্যাক্সের মালকিন হচ্ছেন অভিনেত্রী আসিন !

Last Updated:

কেবারে নিজের করে ফেললেন ৷ বহুদিন ধরে ভাবছিলেন মালিকানা নেবেন, শেষমেশ নিয়েই ফেললেন ৷ তবে কোম্পনির শেয়ার নয়, মাইক্রোম্যাক্সের মালিকের মনই জিতে নিলেন অভিনেত্রী আসিন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একেবারে নিজের করে ফেললেন ৷ বহুদিন ধরে ভাবছিলেন মালিকানা নেবেন, শেষমেশ নিয়েই ফেললেন ৷ তবে কোম্পনির শেয়ার নয়, মাইক্রোম্যাক্সের মালিকের মনই জিতে নিলেন অভিনেত্রী আসিন ৷ আর মন জেতা মাত্রই গাঁটছড়া বাঁধার প্ল্যান ৷ নতুন বছরে জানুয়ারি মাসের ২৩ তারিখ বিয়ে করতে চলেছেন আসিন ৷ পাত্র মাইক্রোম্যাক্স কোম্পানির মালিক রাহুল শর্মা ৷
advertisement

বেশ কিছু মাস আগে আসিনের বিয়ে ব্যাপারে বলিউডের হাওয়ায় উড়েছিল খবর ৷ তখনও শোনা গিয়েছিল পাত্রের নাম রাহুল শর্মা ৷ অবশ্য সেই সময় পুরো ব্যাপারটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন আসিন নিজেই ৷ তবে এবার আর চলল না নায়িকার চালাকি ৷ বিয়ের কার্ড তৈরি সংস্থা থেকেই বেরিয়ে পড়ল খবর ৷ বাধ্য হয়ে হাটে হাঁড়ি ভাঙলেন আসিন ৷ জানালেন, বিয়ে হবে ২৩ জানুয়ারিই ৷ আসিনের কথা অনুযায়ী, বিবাহ বাসর বসবে দিল্লিতেই ৷ তবে বিয়ের পর মুম্বইতেও একটা পার্টি দেওয়ার ইচ্ছে আছে আসিনের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
মাইক্রোম্য্যাক্সের মালকিন হচ্ছেন অভিনেত্রী আসিন !