TRENDING:

Joy Filmfare Awards Bangla 2022 Winners List: বল্লভপুর থেকে প্রজাপতি, দোস্তজী থেকে চিনার পাতা, বাংলা ফিল্মফেয়ারে জয়ীদের তালিকা

Last Updated:

Joy Filmfare Awards Bangla 2022 Winners List: ২০২২ সালে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে থেকে বেছে নেওয়া হল সেরাদের। রইল জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২-এর তালিকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে হইচই পড়ে গেল বাংলায়। নতুন থেকে পুরনো, বাংলা ইন্ডাস্ট্রিতে সমস্ত শিল্পীর অবদানকে স্বীকৃতি দেওয়া হল রাজ্যে। কেবল পুরস্কারের মঞ্চ নয়, রেড কার্পেট মাতিয়ে দিলেন বাংলার তারকারা। গোটা দেশের কাছে বাংলার ফ্যাশনের নয়া চেহারা ফুটে উঠল। দেখে নেওয়া যাক, বাংলা ফিল্মফেয়ারের পঞ্চম বর্ষে কে কোন পুরস্কার নিয়ে বাড়ি ফিরলেন?
জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২
জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২
advertisement

২০২২ সালে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে থেকে বেছে নেওয়া হল সেরাদের। রইল জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২-এর তালিকা।

পপুলার ক্যাটেগরি

সেরা ছবি- বল্লভপুরের রূপকথা, দোস্তজী

সেরা নির্দেশক- প্রসূন চট্টোপাধ্যায় (দোস্তজী)

সেরা মুখ্য অভিনেতা- মিঠুন চক্রবর্তী (প্রজাপতি)

সেরা মুখ্য অভিনেত্রী- স্বস্তিকা মুখোপাধ্যায় (শ্রীমতি)

সেরা পার্শ্বচরিত্র (অভিনেতা)- শ্যামল চক্রবর্তী (বল্লভপুরের রূপকথা)

advertisement

সেরা পার্শ্বচরিত্র (অভিনেত্রী)- মমতা শঙ্কর (প্রজাপতি)

সেরা গানের কথা (লিরিক্স)- অনির্বাণ ভট্টাচার্য (নতুন প্রেমের গান, বল্লভপুরের রূপকথা)

সেরা নেপথ্য গায়ক (প্লেব্যাক)- অরিজিৎ সিং (আজকে রাতে, বিসমিল্লাহ)

সেরা নেপথ্য গায়িকা (প্লেব্যাক)- কৌশিকী চক্রবর্তী (কেন রং দিলে মোহে, বিসমিল্লাহ)

আরও পড়ুন: মৌনী-অরিত্রর হাত ধরে বাজিমাত 'ডান্স বাংলা ডান্স'-এর! রিয়্যালিটি শো-এর টিআরপি যুদ্ধে কে কোথায় জেনে নিন

advertisement

টেকনিক্যাল ক্যাটেগরি

সেরা মৌলিক গল্প- কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা: ইতি সেগুন)

সেরা চিত্রনাট্য- প্রসূন চট্টোপাধ্যায় (দোস্তজী)

সেরা সংলাপ- প্রতীক দত্ত এবং অনির্বাণ ভট্টাচার্য (বল্লভপুরের রূপকথা)

সেরা সাউন্ড ডিজাইন- তীর্থঙ্কর মজুমদার (অপরাজিত)

সেরা প্রোডাকশন ডিজাইন- সুব্রত বারিক (বল্লভপুরের রূপকথা)

সেরা সম্পাদনা (এডিটিং)- অর্ঘ্যকমল মিত্র (অপরাজিত)

সেরা আবহ (ব্যাকগ্রাউন্ড স্কোর)- বিক্রম ঘোষ (মহানন্দা)

advertisement

সেরা সিনেমাটোগ্রাফি- ঈশান ঘোষ (ঝিল্লি), তুহিন বিশ্বাস (দোস্তজী)

সেরা কস্টিউম (পোশাক)- সুচিস্মিতা দাশগুপ্ত (অপরাজিত)

আরও পড়ুন- জগদ্ধাত্রী ফিরে পেলে তার হারানো স্থান! কিন্তু সেরার সেরা কে? দেখে নিন বাংলা মেগার টিআরপি তালিকার সেরা দশ

ক্রিটিক্স

সেরা ছবি- আ হোলি কনস্পিরেসি (শৈবাল মিত্র), অভিযান- পরমব্রত চট্টোপাধ্যায়

advertisement

সেরা মুখ্য অভিনেতা- যিশু সেনগুপ্ত (অভিযান)

সেরা মুখ্য অভিনেত্রী- গার্গী রায়চৌধুরী (মহানন্দা), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বৌদি ক্যান্টিন)

ডেবিউট্যান্টস (নবাগত-নবাগতা)

সেরা অভিনেত্রী- পিয়ালি সামন্ত (প্রিয় চিনার পাতা: ইতি সেগুন), শ্রুতি দাস (এক্স ইক্যুয়ালস টু প্রেম)

সেরা অভিনেতা- অনিন্দ্য সেনগুপ্ত (এক্স ইক্যুয়ালস টু প্রেম)

সেরা পরিচালক- ঈশান ঘোষ (ঝিল্লি), কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা: ইতি সেগুন)

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড

সেরা ভিডিও

আরও দেখুন
সময়ে চাষ করলে মিলবে ৩বার ফলন, ২ মাসেই প্রচুর টাকা লাভের সুযোগ ব্রকোলি চাষে
আরও দেখুন

অপর্ণা সেন

বাংলা খবর/ খবর/বিনোদন/
Joy Filmfare Awards Bangla 2022 Winners List: বল্লভপুর থেকে প্রজাপতি, দোস্তজী থেকে চিনার পাতা, বাংলা ফিল্মফেয়ারে জয়ীদের তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল